শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র কঠোর হচ্ছে ‘বার্থ টুরিজম’ বন্ধে ◈ আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে ভারতের গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন, আইন মন্ত্রণালয়ের বিবৃতি ◈ যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ কুয়েটের ভিসি-প্রো-ভিসিকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি ◈ ভারত কি পাকিস্তানে সিন্ধু নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে? ◈ আ.লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার: শহিদি সমাবেশে সারজিস আলম ◈ কৃষি বিপ্লবের হাতছানি, ৪২০০ টাকার ন্যানো সার মিলবে ২৩০ টাকায়! ◈ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকানে অধ্যাপক ইউনূস ◈ দেশীয় অস্ত্র নিয়ে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের মহড়া, এলাকায় আতঙ্ক ◈ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ, প্রমাণ করতে ভিডিও নিয়ে হাজির পাকিস্তা‌নের ক্রিকেটার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ডে ১০ দোকান ভস্মীভূত 

প্রমথ রঞ্জন সরকার, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আগুনে ১০ দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ থেকে ৩৫  লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

আজ শুক্রবার  রাত সাড়ে ৩টার  দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুশলা বাজার কমিটির সভাপতি মো: হাফিজুর রহমান বলেন, রাত সাড়ে ৩টা দিকে খবর পাই বাজারে আগুন লাগছে। এসে দেখি বেশিরভাগ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস এসেছে আগুন নিয়ন্ত্রণ আনে।

ততক্ষণে শরিফুল ফকিরের চায়ের দোকান,শহিদুল ফকিরের চায়ের দোকান, সাইয়াদুল শেখের মুদি দোকান, ওমর মৃধার ফলের দোকান, ইমরুল মোল্লার মুদি দোকান, কামরুল চৌধুরীর ফার্মেসী, আমিন চৌধুরী চায়ের দোকান, কপিল বিশ্বাসের মোবাইলের দোকান, রিয়াজ চৌধুরীর মৎস্য অফিস, গোপাল শীলের সেলুনের দোকানসহ ১০ দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।

এসব ব্যবসায়ীরা ব্যাংক ও এনজিও থেকে লোন এনে ব্যবসা করছিল। অগ্নিকাণ্ডে তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন তারা লোন পরিশোধ করবে কিভাবে। আমি সরকার ও বিত্তবানদের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের  পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।
 
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইয়াদুল শেখ বলেন, আমি ব্যাংক ও এনজিও থেকে প্রায় আড়াই লক্ষ টাকার লোন নিয়ে এই মুদি দোকানটি করেছিলাম।  আগুনে পুড়ে আমার সবকিছু শেষ হয়ে গেছে। আমি এখন ব্যাংকে ও এনজিওর লোন পরিশোধ করবো কিভাবে। 
কোটালীপাড়া ফায়ার স্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন,  খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়