শিরোনাম
◈ দ্বিগুণ ভ্যাট প্রস্তাবের পরিকল্পনা, বাড়তে পারে ফ্রিজ-এসির দাম ◈ সৌদি আরব নতুন যে বার্তা দিলো হজ পালন নিয়ে ◈ ‌‘পরাজিত কোনো শক্তি যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে’ ◈ রাখাইনের জন্য করিডর বাংলাদেশের জন্য কী ঝুঁকি তৈরি করতে পারে? ◈ এবার ইরেশ যাকেরের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে যা বললেন পুলিশ সদর দপ্তর ◈ ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি, উত্তেজনা চরমে ◈ ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু করা হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ◈ নারী সংস্কার কমিশনের প্রস্তাবনায় ‘পরিবার ব্যবস্থাপনা ভাঙার নীলনকশা’ দেখছেন শায়খ আহমাদুল্লাহ ◈ সীমিত পরিসরে প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন: সিইসি ◈ সৌদি আরবে পৌঁছেছেন ১২২৪ হজযাত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : যশোরে মুফতি ফয়জুল করীমের দাবি  

আজিজুল ইসলাম :  যশোরের খাজুরায় এক জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, "শুধু নেতা বদলালেই শান্তি আসে না, প্রয়োজন নীতির পরিবর্তন।" তিনি অভিযোগ করেন, জুলাই বিপ্লবের পরও দেশে দুর্নীতি, চাঁদাবাজি ও ঘুষের সংস্কৃতি অব্যাহত রয়েছে।

বৃহস্পতিবার বিকেলে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ওই জনসভায় তিনি বলেন, বিগত ১৬ বছরে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। ইসলামী শাসন প্রতিষ্ঠিত হলে এমন অনিয়ম বন্ধ হবে এবং একজন মা-কে আর সন্তানের ক্ষুধার জ্বালায় বিক্রি করতে হবে না।

শায়খে চরমোনাই বলেন, "বর্তমান অর্থনৈতিক ব্যবস্থা ধনীকে আরও ধনী, গরিবকে আরও গরিব করছে। ইসলামী অর্থনীতি চালু হলে পুঁজিবাদী ব্যবস্থা নির্মূল হবে।"

তিনি আরও বলেন, হাতপাখা হচ্ছে শান্তির প্রতীক। ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে দুর্নীতি ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে।

‘ছাত্র-জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার ও ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধ’—এই দাবিতে ইসলামী আন্দোলনের খাজুরা সাংগঠনিক থানা এই জনসভার আয়োজন করে।

সভায় সভাপতিত্ব করেন খাজুরা সাংগঠনিক থানার সভাপতি মাওলানা মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দলটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ শোয়াইব হোসেন।

এছাড়াও বক্তব্য দেন যশোর জেলা সভাপতি মুহাম্মাদ আব্দুল হালিম মিঞা, সহসভাপতি ড. ফারুক আহমাদ, সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী সরদার, উপদেষ্টা মাওলানা নাজমুল হুদা, ইসলামী আইনজীবী পরিষদের জয়েন্ট সেক্রেটারি জেনারেল বায়েজীদ হোসাইন, খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম নুরুল এবং বাঘারপাড়া উপজেলার সভাপতি মাওলানা বেলাল হোসাইন।

জনসভা শেষে রায়পুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুফতি ফয়জুল করীম।

এ,এইচ,এম,আজিজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়