শিরোনাম
◈ প্রাথমিকের শিক্ষকদের বদলির বিষয়ে যে বার্তা দিলো শিক্ষা অধিদপ্তর ◈ স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল স্থাপন করবে সরকার: প্রেসসচিব শফিকুল আলম ◈ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন ও শওকত মাহমুদ (ভিডিও) ◈ কাশ্মীর হামলার জের: ভারতীয় বিমানের জন্য আকাশপথ বন্ধ করলো পাকিস্তান, যাত্রী ভোগান্তির আশঙ্কা ◈ বাবা ও এপিএস কাণ্ডে আলোচনায় আসিফ মাহমুদ, কী বলছেন উপদেষ্টা? ◈ কাজী নাবিল ও পরিবারের সদস্যদের বিপুল সম্পদ ক্রোক, যুক্তরাষ্ট্রেও শেয়ার জব্দ ◈ স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ ইস্যু, সহায়তা খতিয়ে দেখার প্রশ্নে ধোঁয়াশা ◈ পেহেলগাম কাণ্ডে মুসলিমদের যা করতে বললেন ওয়াইসি ◈ ইউএনইএসসিএপি'র দুটি গুরুত্বপূর্ণ গভর্নিং কাউন্সিলের নির্বাচনে জয়লাভ করলো বাংলাদেশ ◈ নরওয়ের অ্যাথলেটরা চী‌নে মাংস খে‌তে পার‌ছেন না ডোপ টে‌স্টের ভ‌য়ে

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৫, ০১:৩৪ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্বশুরকে জামাতার ফোন, ‘তোমার মেয়েকে খুন করেছি’

ভাড়া বাসায় স্ত্রীকে গলা কেটে হত্যার পরে শ্বশুরকে ফোন দিয়ে মেয়ের জামাই বলেন ‘তোমার মেয়েকে খুন করেছি।’ এরপর স্ত্রীর রক্তাক্ত মরদেহ ঘরে ফেলে রেখে পালিয়ে যান ঘাতক স্বামী। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের কপাটিয়াপাড়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

স্বামী আমিনুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী নাদিরা ওই গ্রামের আনন্দ বাজার এলাকায় মো. কামরুজ্জামানের বাড়িতে ভাড়ায় থাকতেন। তারা স্থানীয় একটি কারখানায় চাকরি করতেন।

নিহত নাদিরা আক্তার (২৬) ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার বগাপাড়া জিগাতলা মাইজহাটি গ্রামের মো. নজরুল ইসলামের মেয়ে। অভিযুক্ত আমিনুল ইসলাম (৪০) একই এলাকার মো. ফখরুদ্দিনের ছেলে। আমিনুল এর আগেও তার প্রথম স্ত্রীকে হত্যা করে ৯ বছর সাজা ভোগ করেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে ওই বাসায় নাদিরার রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

নিহতের ভাই রাজীব জানান, ‘৬ বছর পূর্বে নাদিরার সাথে আমিনুলের বিয়ে হয়। তাদের মাঝে মধ্যে পারিবারিক কলহ হতো। তারা দুইজনে ওই বাড়িতে ভাড়ায় থাকতেন। পাশের একটি কারখানায় চাকরি করতেন তারা। আজ সকাল সাড়ে ১১টার দিকে আমিনুল আমার বাবার মোবাইলে ফোন করে বলেন, ‘তোমার মেয়েকে খুন করেছি। ঘরে লাশ পড়ে আছে।’

এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমার বোনের রক্তাক্ত মরদেহ দেখতে পাই। আমার বোনকে আমিনুল গলা কেটে হত্যা করেছে। পরে মরদেহ ঘরে ফেলে রেখে পালিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) শামীম আক্তার জানান, এক নারীকে হত্যার খবর পেয়েছি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এদিকে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযানসহ পরবর্তি কার্যক্রম অব্যাহত রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়