আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ৭৭ পিস নেশার এ্যাম্পলসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকার তোতা মিয়ার ছেলে জুয়েল ওরফে মাছো (৫০), সান্তাহার হাসপাতাল কলোনী এলাকার আলম ওরফে শাহিন আলমের ছেলে আরিফ হোসেন (৩৪) ও নওগাঁ সদর উপজেলার আলম হোসেনের ছেলে শামীম হোসেন (৩২)।
পুলিশ জানায়, গত বুধবার সন্ধ্যায় আদমদীঘির সান্তাহার ইয়ার্ড কলোনী এলাকায় মাদক বেচাকেনা করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে জুয়েল ওরফে মাছোর বাড়ির সামনে বিক্রি কালে ৭৭ পিস নেশার এ্যাম্পল ইনজেকশনসহ ওই তিনজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা রুজু করে গতকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।