মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ সোহেল রানা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার ভোরে ডোয়াইল ইউনিয়নের শশারবল গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল উপজেলার ডোয়াইল ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
সরিষাবাড়ী থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশারবল ঘোড়ারমোড় এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযান চলাকালে সোহেল মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়। এসময় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের খড়ের গাদার ভেতর থেকে ১৮ কেজি গাঁজা, তার কাছে থাকা গাঁজা বিক্রির নগদ ৪ হাজার ১১০ টাকা, দুইটি মোবাইল ফোন, গাঁজা পরিমাপের যন্ত্র, ধারালো দেশীয় অস্ত্র সামুরাই, বড় ছোড়া ও গাঁজা সেবনের পাত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ চাঁদ মিয়া বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।