শিরোনাম
◈ ‌কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি ◈ সামরিক শক্তিতে ভারত নাকি পাকিস্তান, কে এগিয়ে? ◈ বিসিএসের ভাইভার নম্বর আরও কমিয়ে ৫০ করা হতে পারে: পিএসসি ◈ ঢাকা সফর স্থগিত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ◈ ঝুঁকির মুখে থাকা দেশের ব্যাংক খাতকে শক্তিশালী করতে বিশ্বব্যাংকের ১০ সুপারিশ ◈ ড. ইউনূসের নেতৃত্বে পূর্ণ সমর্থন কাতার প্রধানমন্ত্রীর, সহায়তার আশ্বাস ◈ অশ্লীলতা বন্ধে ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে আইনি নোটিশ ◈ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অপহৃত ৫ শিক্ষার্থী আটদিন পর মুক্ত ◈ ইউনূসের অবস্থান চীনের কৌশলগত কাঠামোকে আরও জোরদার করবে ◈ বাংলাদেশে স্টারলিংক ডিজিটাল উল্লম্ফন নাকি সার্বভৌমত্বের বাণিজ্য!

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ০৮:০৫ রাত
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে ১৮ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ সোহেল রানা (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। বৃহস্পতিবার ভোরে ডোয়াইল ইউনিয়নের শশারবল গ্রামে অভিযান চালিয়ে মাদকসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল উপজেলার ডোয়াইল ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে বলে জানা গেছে। 

সরিষাবাড়ী থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশারবল ঘোড়ারমোড় এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযান চলাকালে সোহেল মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়। এসময় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের খড়ের গাদার ভেতর থেকে ১৮ কেজি গাঁজা, তার কাছে থাকা গাঁজা বিক্রির নগদ ৪ হাজার ১১০ টাকা, দুইটি মোবাইল ফোন, গাঁজা পরিমাপের যন্ত্র, ধারালো দেশীয় অস্ত্র সামুরাই, বড় ছোড়া ও গাঁজা সেবনের পাত্র উদ্ধার করা হয়। 

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ চাঁদ মিয়া বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়