শিরোনাম
◈ বাংলাদেশে চরম দারিদ্র্যের হার বাড়তে পারে: বিশ্বব্যাংকের পূর্বাভাস ◈ বাংলাদেশকে ৩ ক্ষেত্রে সহযোগিতা করবে ইতালি ◈ সর্বদলীয় বৈঠক পাকিস্তান ইস্যুতে, সরকারের যেকোনো পদক্ষেপে ‘পূর্ণ সমর্থন’ বিরোধীদলের ◈ রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান ◈ পুলিশ সপ্তাহ-২০২৫: এবার সরকারের কাছে নির্দিষ্ট ৬ দাবি পুলিশের ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতা মাহমুদুজ্জামানকে অবসরে পাঠিয়েছে সরকার ◈ ৩০ কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ এক মাদক কারবারি গ্রেফতার  ◈ ভারতের ভয়ংকর পরিকল্পনা ফাঁস করল পাকিস্তান ◈ প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: প্রধান উপদেষ্টা ◈ পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় : ডিএমপি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে স্বর্ণের দোকানে দুঃধর্ষ চুরি. ৮ ভরি স্বর্ণ ও ১৫ লাখ টাকার মালামাল লুট

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ শহরের জনতা মোড়ে বোস জুয়েলার্স নামে একটি স্বর্ণের দোকানে দুধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। চোরেরা ওই প্রতিষ্টানের পেছনের দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে ৮ ভরি স্বর্ণ ও নগদ দেড় লাখ টাকা সহ প্রায় পনের লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। বৃহস্পতিবার সকালে খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে চোরেদের ওয়াল কাটার কাজে ব্যবহৃত একটি কাচি উদ্ধার করা হয়েছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওই চুরির ঘটনাটি ঘটে। উল্লেখ্য, একের পর এক শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে চুরির ঘটনায় পুলিশের কোন অগ্রগতি না থাকায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

শহরের মধুগঞ্জ বাজারের বোস জুয়েলার্সের মালিক অলোক বোস জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকালে প্রতিষ্টান খুলে দেখেন জিনিসপত্র এলোমেলাভাবে ছড়ানো রয়েছে। সিন্দুক লোহার আলমারী ও ক্যাশ ড্রয়ার খোলা। এবং দোকানের পেছনে গিয়ে দেখেন ওয়াল কাটা। তিনি বলেন, রাত দেড়’টার দিকে চোরেরা তার দোকানের পেছনের দেওয়াল কেটে ভেতরে প্রবেশ করে। করোনার পিপি গায়ে জড়িয়ে মুখোশ পরিহিত চোরেরা প্রথমেই দোকানের সিসি ক্যামেরা বিচ্ছিন্ করে। এরপর লোহার আলমারী ভেঙ্গে ৮ ভরি স্বর্ণ ও ক্যাশ ড্রয়ার ভেঙ্গে দেড় লাখ টাকা নিয়ে গেছে। এ সময় তিনি সর্বশান্ত হয়ে গেছেন বলে আহাজারী করেন। উল্লেখ্য, কালীগঞ্জ শহরের একের পর এক বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে চুরির ঘটনা ঘটেই চলেছে। গত ঈদ-উল-ফিতরের রাতে শহরের মেইন বাজারে মল্লিক ফার্মেসিতে এক আলোচিত চুরির ঘটনা ঘটেছিল। সেখানে চুরির পর চোরেরা মালিককে ফোন করে তার দোকান চুরির কথা জানিয়ে বলে, ক্যাশ ড্রয়ারে টাকা কম রেখেছিস, তাই বস্তায় ভরে ঔষধপত্র নিয়ে এসেছি। আলোচিত এমন চুরির ঘটনাটি পুলিশকে জানানো ও চোরের মোবাইল নাম্বার দিলেও কালীগঞ্জ থানা পুলিশ আজও তার কোন কুল কিনারা করতে পারেনি। এসব বিষয়ে কালীগঞ্জ পৌর ব্যবসায়ী নেতৃবৃন্দের ক্ষোভ, একের পর এক শহরে চুরির ঘটনায় পুলিশের কোন অগ্রগতি না থাকায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম হাওলাদার বলেন, খবর পেয়েই তিনি নিজেই ঘটনাস্থলে যান। ঘটনাস্থল থেকে চোরেদের ব্যবহৃত একটি কাচি উদ্ধার করা হয়েছে। চোর ও চুরিকৃত মালামাল উদ্ধারে অভিযান চালানো হবে। ভূক্তভোগীকে থানাতে অভিযোগ দিতে বলেছেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়