শিরোনাম
◈ বাংলাদেশে চরম দারিদ্র্যের হার বাড়তে পারে: বিশ্বব্যাংকের পূর্বাভাস ◈ বাংলাদেশকে ৩ ক্ষেত্রে সহযোগিতা করবে ইতালি ◈ সর্বদলীয় বৈঠক পাকিস্তান ইস্যুতে, সরকারের যেকোনো পদক্ষেপে ‘পূর্ণ সমর্থন’ বিরোধীদলের ◈ রাজনৈতিক দলগুলোকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক রহমান ◈ পুলিশ সপ্তাহ-২০২৫: এবার সরকারের কাছে নির্দিষ্ট ৬ দাবি পুলিশের ◈ সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের জামাতা মাহমুদুজ্জামানকে অবসরে পাঠিয়েছে সরকার ◈ ভারতের ভয়ংকর পরিকল্পনা ফাঁস করল পাকিস্তান ◈ প্রবাসীদের সহযোগিতায় দেশের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: প্রধান উপদেষ্টা ◈ পারভেজ হত্যার ঘটনায় দুই ছাত্রী আটকের খবর সঠিক নয় : ডিএমপি ◈ ‌কোচ গৌতম গম্ভীরকে হত্যার হুমকি

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ০৭:৪৪ বিকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়কে লজ্জার দৃশ্য: উত্ত্যক্ততার দুই যুবক আটক

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে প্রকাশ্য রাস্তায় নারীদের উত্ত্যক্ত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওচিত্রটি সারাদেশে নিন্দার ঝড় তোলে। ঘটনায় জড়িত দুই যুবক—মো: জুবায়ের হোসেন রাকিব (১৯) এবং মো: সবুজ (২০)—কে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া রাকিব রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়ার বাসিন্দা এবং সবুজ কাশিয়াডাঙ্গা থানার মহিষবাথান এলাকার বাসিন্দা। তাদের এই লজ্জাজনক ও অসামাজিক কার্যকলাপ সমাজে নারীদের নিরাপত্তা ও সম্মানের উপর সরাসরি আঘাত করেছে।

ভিডিওতে দেখা যায়, একদল যুবক প্রকাশ্যে নারীদের উত্ত্যক্ত করছে, যা একজন তাদেরই পরিচিত ব্যক্তি মোবাইল ফোনে ধারণ করে সামাজিক মাধ্যমে পোস্ট করে। মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে পড়ে এবং দেশজুড়ে শুরু হয় তীব্র সমালোচনা ও ক্ষোভ।

ঘটনাটি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের দৃষ্টিগোচর হলে তিনি দ্রুত অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক মো: আব্দুল আলীমের নেতৃত্বে অভিযান চালিয়ে বৃহস্পতিবার  দুপুরে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

এই ন্যক্কারজনক ঘটনার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নাগরিক সমাজ, মানবাধিকার কর্মী ও বিভিন্ন সংগঠন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে। এই ঘটনার নিন্দা জানিয়ে রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা বলেন, এই ধরনের ঘটনা শুধু নারীদের চলাফেরার স্বাধীনতাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং সমগ্র সমাজের নৈতিক অবক্ষয়ের চিত্র তুলে ধরে। তাই দোষীদের শুধু গ্রেপ্তার নয়, আইনের সর্বোচ্চ শাস্তি দিয়ে ভবিষ্যতের জন্য কঠিন বার্তা দেওয়ার সময় এখনই।

নারীর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা ও শৃঙ্খলার চর্চা জরুরি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়