নবাবগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে পুকুরের পানিতে পড়ে সিনহা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার ভাদুরিয়া এলাকার দিঘীরত্না গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার রত্নদীঘির সুজন মিয়ার একমাত্র কন্যা। সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজকেও পরিবারের সমবয়সী তিন শিশু বাড়ির পাশে পুকুরের ধারে খেলছিল। খেলতে গিয়ে হঠাৎ অসাবধানতা বসত শিশু সিনহা পুকুরে পড়ে যায়। পরে অন্য শিশুরা পরিবারকে জানালে পরিবারের সদস্যরা পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় দলার দরগা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
সংশ্লিষ্ট ইউ,পি সদস্য আনিছুর রহমান রাব্বু বিষয় টি নিশ্চিত করেছেন। নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, "স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জেনেছি। পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ করেনি বা জানায়নি। তারপরও আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি। এরপর জানা যাবে শিশুটি কিভাবে মারা গেছে।
মোঃ ছানা উল্যাহ