শিরোনাম
◈ শিক্ষক বাবার ‘ঠিকাদারি লাইসেন্স’ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ◈ কুয়েটের উপাচার্য ও উপ-উপাচার্যকে অব্যাহতির প্রক্রিয়া শুরু ◈ কাতারের বিনিয়োগকারীদের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ার আহ্বান ড. ইউনূসের ◈ সারাদেশে জাতীয় পরিচয়পত্র  সংশোধনে সুখবর ◈ অনিয়ম-দুর্নীতি তদন্তে ১৫ বিচারকের নথি চেয়েছে দুদক ◈ বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা বাড়াতে সহযোগিতার আশ্বাস কাতার ফাউন্ডেশনের ◈ কাশ্মিরে হামলা: পাকিস্তানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ ভারতের ◈ আরাকান সদস্যদের ভিডিও পুরোপুরি সত্য নয়, আবার মিথ্যাও নয়: চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাদা সম্মেলন হবে: দোহায় প্রেস সচিব 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৮:১৭ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন 

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে একটি মাদরাসার সভাপতির পদ না দেয়ায় কার্যক্রম পরিচালনায় বাধাদান, চাঁদা দাবি ও মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে সাদ্দাম হোসেন নামের স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসি।

বুধবার ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। অভিযুক্ত সাংবাদিক সাদ্দাম হোসেন দৈনিক আজকের পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত আছেন বলে জানা গেছে।

মানববন্ধনে নতুনপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রধান শিক্ষক শাহানুর রহমান অভিযোগ করেন, স্থানীয় সাংবাদিক সাদ্দাম হোসেন প্রথমে অত্র মাদরাসার সভাপতি পদ দাবি করেন। কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সভাপতিসহ সক্রিয় কমিটি থাকায় তাকে সভাপতির পদ দেয়া সম্ভব নয় বলে জানানো হয়। পদ না পেয়ে দশ লাখ টাকা চাঁদা দাবি করেন সাংবাদিক সাদ্দাম। টাকা না দেয়ায় সে আমাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে না না অপপ্রচার ও মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রচার করতে থাকে। এতে আমাদের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়াসহ সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এলাকাবাসি ক্ষুদ্ধ হয়ে উক্ত কথিত সাংবাদিকের শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছে। আমরা তার বিরুদ্ধে আইনের আশ্রয় নিব।

মানববন্ধনে ভুক্তভোগীরা আরো অভিযোগ করে বলেন, সাংবাদিক সাদ্দাম হোসেন ইতিপূর্বেও তার স্ত্রীকে কাজে লাগিয়ে এক প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। প্রবাসী সে ব্যক্তি দেশে এসে সব জানার পর সাংবাদিক সাদ্দামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলে সাদ্দাম তার পরিচিতি কাজে লাগিয়ে দেন দরবারের মাধ্যমে মুচলেকা দিয়ে সেখান থেকে রেহাই পায়। প্রশাসনের কাছে আমরা জোর দাবি জানাই, যেন সাদ্দাম হোসেনের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়