স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কুমিল্লার লালমাইয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মনির হোসেন (২৩) কে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাগমারা বাজারস্থ ছাত্রলীগ নেতার কর্মস্থল মদিনা গার্মেন্টস থেকে তাকে তুলে নিয়ে থানায় সোপর্দ করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম।
আটক ছাত্রলীগ নেতা মনির হোসেন উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নের শিকারপুর গ্রামের করিম আলীর ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক। পাশাপাশি সে বাগমারা বাজারস্থ মদিনা গার্মেন্টসে কর্মরত। জানা যায়, গত সোমবার (২১ এপ্রিল) বিকেলে কুমিল্লা-চাঁদপুর সড়কের জামান ফিলিং স্টেশনের সামনে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপার্সন নাফিসা কামালের জন্মদিন উপলক্ষে কেক কাটেন কয়েকজন ছাত্রলীগে নেতা। সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক অর্থমন্ত্রী মোস্তফা কামাল ও তার মেয়ে নাফিসা কামালের নাম ধরে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগ নেতা মনির হোসেন। কেক কাটা ও স্লোগানের ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদেরমধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।
পরদিন লালমাই উপজেলা ছাত্রদল নেতা কামরুল হাসান, সোহেল উদ্দিন শরীফ এর নেতৃত্বে ছাত্রলীগ নেতা মনির হোসেন কে দোকান থেকে তুলে নিয়ে পুলিশে সোপর্দ করেন। লালমাই থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনির হোসেন কে ধরে নিয়ে এসে মঙ্গলবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করে। বুধবার (২৩ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।