মোঃ আদনান হোসেন ধামরাই ঢাকা থেকে: ঢাকার ধামরাই উপজেলায় ১৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রেডিসন ক্যাজউয়ার ওয়্যার লি: তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। বুধবার দুপুর ২.৩০টার দিকে সুতিপাড়া এলাকার মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে মহাসড়কের দুই পাশে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।এ সময় সড়কের দুই পাশে প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
প্রতিবেদক রিপোর্ট লেখা পর্যন্ত কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের আলোচনা চলছিল, এবংশ্রমিকরা মহাসড়কে অবস্থান করছিল।রেডিসন ক্যাজউয়ার ওয়্যার লি: নামের ওই কারখানার শ্রমিকদের দাবিগুলো হলো,
১। আমাদের জি.এম চলবে না।
২।সন্ধ্যা ৭টার পর টিফিন বিল দিতে হবে।
৩।রাত ৯ টার পর নাইট বিল দিতে হবে।
৪।কারখানার গাড়ি সবাই ব্যবহার করতে পারবে টাকা কর্তন করা যাবে না।
৫।ঈদের ছুটি ৫দিন কেন ৩ দিন হল।
৬।মেডি কেল ছুটি পাশ করতে হবে
৭।সি.এল ছুটি ৩০দিন পাশ করতে হবে
৮।যখন তখন লোক ছাটাই করা যাবে না।
৯। প্রতিবছর সার্ভিস অনুযায়ী বেতন দিতে হবে।
১০।টিফিনের সময় ১৫মিনিট আগে ছুটি দিতে হবে।
১১।এই আন্দোলনের পর পরবর্তী সময় কোন লোক ছাটাই করা যাবে না।
১২।প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে।
১৩।কাজের চাপ দিয়ে কোন লোক ছাটাই করা যাবে না
১৪।কোন স্টাফ অযথা শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না,করলে আইনানানিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্রমিকেরা জানান, এই দাবির প্রেক্ষিতে আজ দুপুরে ২.৩০ দিকে কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ১৪ দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং সাধারণ ছুটি ঘোষণা করে আগামীকাল বসবে বলে জানান।
এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আলোচনার পর শ্রমিকদের বুঝিয়ে মহা সড়ক থেকে সরানোর চেষ্টা চলছে ।