শিরোনাম
◈ আরাকান সদস্যদের ভিডিও পুরোপুরি সত্য নয়, আবার মিথ্যাও নয়: চট্টগ্রামে স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলাদা সম্মেলন হবে: দোহায় প্রেস সচিব  ◈ ‌জিম্বাবু‌য়ের কা‌ছে টেস্ট হা‌রের দায় একাই নি‌লেন অ‌ধিনায়ক শান্ত  ◈ পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে দোহা থেকে রোম যাচ্ছেন প্রধান উপদেষ্টা, শনিবার হবে শেষকৃত্য ◈ বাংলাদেশে স্পেসএক্স স্যাটেলাইট সেবা চালুর পথে, মে মাসে চূড়ান্ত প্রস্তুতি: প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে স্পেসএক্স ভাইস প্রেসিডেন্ট ◈ গোল্ডেন ভিসায় অর্থপাচার করে দুবাইয়ে সম্পদের পাহাড়: ৭০ জনের কর নথি চেয়ে এনবিআরকে দুদকের চিঠি ◈ গুমে জড়িতদের মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন বিধান রেখে আইন করতে যাচ্ছে সরকার ◈ কাশ্মিরের হামলাস্থলে সাংবাদিকদের যেতে বাধা, টিআরএফকে সন্দেহ ভারত সরকারের ◈ রাস্তা অবরোধ করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার অনুরোধ ◈ কাশ্মীরে হামলার ঘটনায় মোদিকে যে বার্তা দিলেন ড. ইউনূস

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ১২:৫১ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে অবৈধভাবে বালু উত্তলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা, ১৪ ড্রেজার ধ্বংস

তপু সরকারহারুন : শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসাথে অভিযানকালে ১৪টি ড্রেজার মেশিন ধ্বংস ও ১৮টি বাঁশের মাচাসহ বালু উত্তোলনের অন্যান্য সরঞ্জামও জব্দ ও অপসারণ করা হয়।

২২ এপ্রিল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার মরিচপুরাণ ইউনিয়নের রাবারড্যাম, রাজাখালপাড়, ফকিরপাড়া স্থানে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান।

জানা যায়, বাংলা ১৪৩১ সনে ভোগাই ও চেল্লাখালী নদীর ইজারার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর চলতি ১৪৩২ সনে নতুন কোনো ইজারা দেওয়া হয়নি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি ও প্রচারণা চালানো হলেও কিছু অসাধু বালু ব্যবসায়ী অবৈধভাবে উত্তোলন চালিয়ে যাচ্ছিল। পরে মঙ্গলবার অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ওই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ইউএনও ও এসিল্যান্ড অফিসের স্টাফবৃন্দ, পুলিশ, ব্যাটালিয়ন আনসার, ছাত্র, স্বেচ্ছাসেবকগণ অংশ নেন।

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি জানান, জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি সনে কোনো ইজারা না থাকায় ভোগাই ও চেল্লাখালী নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। তাই বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধিত) আইন ২০২৩ অনুযায়ী এই অভিযান চালানো হয়। তিনি বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়