শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র কঠোর হচ্ছে ‘বার্থ টুরিজম’ বন্ধে ◈ আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে ভারতের গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রতিবেদন, আইন মন্ত্রণালয়ের বিবৃতি ◈ যেসব অঞ্চলে সকালের মধ্যে ঝড় হতে পারে ◈ কুয়েটের ভিসি-প্রো-ভিসিকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি ◈ ভারত কি পাকিস্তানে সিন্ধু নদীর পানির প্রবাহ বন্ধ করতে পারবে? ◈ আ.লীগ নিষিদ্ধের কথা বললে পশ্চিমাদের দৃষ্টিভঙ্গির দোহাই দেয় সরকার: শহিদি সমাবেশে সারজিস আলম ◈ কৃষি বিপ্লবের হাতছানি, ৪২০০ টাকার ন্যানো সার মিলবে ২৩০ টাকায়! ◈ পোপ ফ্রান্সিসের শেষকৃত্যে যোগ দিতে ভ্যাটিকানে অধ্যাপক ইউনূস ◈ দেশীয় অস্ত্র নিয়ে কুমিল্লায় কিশোর গ্যাংয়ের মহড়া, এলাকায় আতঙ্ক ◈ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ, প্রমাণ করতে ভিডিও নিয়ে হাজির পাকিস্তা‌নের ক্রিকেটার

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৩:১৫ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৫, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি কর্মীকে বোরকা পরে এসে কুপিয়ে হত্যা

ফেনীর সোনাগাজীতে বোরকা পরে এসে আবুল হাসেম (৫০) নামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার ওলামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবুল হাসেম উপজেলার চরদরবেশ ইউনিয়নের উত্তর চরদরবেশ গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। তিনি একটি হত্যা মামলার দুই নম্বর আসামি।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে আবুল হাসেম সোনাগাজী পশ্চিম বাজার এলাকার ভাড়া বাসা থেকে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। একপর্যায়ে ওলামা বাজার এলাকায় পৌঁছালে বোরকা পরা এক ব্যক্তি তার গতিরোধ করলে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান। 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, নিহত আবুল হাসেমের পরিবারের সঙ্গে প্রতিবেশী বেলায়েত হোসেন বেলালের দীর্ঘদিনের জায়গা-জমি সংক্রান্ত বিরোধ ছিল। এসবের জেরে ২০২১ সালের ৩১ মে কৃষক বেলালকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় করা হত্যা মামলায় আবুল হাসেমকে দুই নম্বর আসামি করা হয়েছিল। সেই ঘটনার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

পূর্ববিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে জানিয়ে সোনাগাজী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন সেন্টু বলেন, আবুল হাসেম দলীয় পদে না থাকলেও সক্রিয় কর্মী ছিলেন। 

এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাসেল নামের একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়