শিরোনাম
◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার ◈ সাগর-রুনি হত্যা মামলার ডিবিতে থাকা নথি আগুনে পুড়ে গেছে: হাইকোর্টকে রাষ্ট্রপক্ষ ◈ মানুষের জীবন বিপন্ন করে দাবি আদায়ের শিক্ষা কে দিয়েছে ডাক্তারদের: সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন (ভিডিও) ◈ বিচার বিভাগসহ চার ইস্যুতে বিএনপি-জাতীয় ঐকমত্য কমিশনের তৃতীয় দফা বৈঠক ◈ বিরলে কৃষক ভবেশের মৃত্যুর ৪ দিন পর থানায় হত্যা মামলা ◈ ফ্লোরিডায় উড্ডয়নের আগেই প্লেনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ২৮২ যাত্রী (ভিডিও) ◈ পরীক্ষাকেন্দ্রে হট্টগোল, নোয়াখালীর সোনাইমুড়ীতে ১২ শিক্ষককে অব্যাহতি! ◈ বিশ্বজুড়ে বিরাট সাইবার অপরাধের আশঙ্কা: জাতিসংঘ

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১২:৫৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে আ.লীগের মিছিলের প্রস্তুতি, ব্যানারসহ গ্রেফতার ৮

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আওয়ামী লীগের একটি দলীয় ব্যানার সহ ৮ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের সাংবাদিকদের এ তথ্য জানান কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদউজ্জামান। 
 
তিনি জানান, সোমবার ভোরে ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের চন্ডীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবি সম্বলিত জেলা আওয়ামী লীগ লেখা একটি ব্যানার জব্দ করা হয়।  এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৬০ থেকে ৭০ জনকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
 
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার খলিশাডুবি গ্রামের ফাহিম মাতুব্বর (১৯), হাসিবুল (১৯), আকাশ (১৯), বিল্লাল হোসেন (১৯), রবিউল ইসলাম (২০), চন্ডীপুর গ্রামের বিমল কুমার সরকার (৪৬), মধুখালী উপজেলার বাবু মোল্যা (১৯) এবং গন্দাখালী গ্রামের সোয়াদ (১৯)।
 
জব্দকৃত ওই ব্যানারে লেখা ছিল অবৈধ দখলদার স্বৈরাচার ইউনুস সরকারের আইসিটি আদালতে আওয়ামী লীগ সভানেত্রী  শেখ হাসিনা ও অন্যান্যদের চার্জশিট প্রদান কার্যক্রম প্রত্যাখ্যান করে, ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের বিক্ষোভ। তবে এ ঘটনায় গ্রেফতারকৃতদের কোন দলীয় পদপদবী বা পরিচয় জানা যায়নি।
 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, সরকারবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকা ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে আওয়ামী লীগের ব্যানারে সমবেত হয়ে তারা রেললাইন সহ মহাসড়কে মিছিলের নামে বিশৃঙ্খলা তৈরির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তাদের আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়