শিরোনাম
◈ ওরা আমাদের গুলি করতেসে, অনেকে গুলিবিদ্ধ হয়েছে: ৩ মিনিট ৩৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল ◈ আপিল বিভাগের জ্যেষ্ঠ তিন বিচারপতি থেকে প্রধান বিচারপতি চায় বিএনপি ◈ উত্তরখানে স্কুলে পড়ুয়া অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করে ইস্রাফিল ◈ মাদক বন্ধে অ্যাকশন না নিলে চাকরি থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও) ◈ পোপ ফ্রান্সিস যখন বাংলাদেশ সফরে এসেছিলেন ◈ টে‌স্টের তৃতীয় দিন- জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে ১১২ রানে এগিয়ে বাংলাদেশ ◈ দিনদুপুরে রাউজানে আরেক যুবদল কর্মীকে গুলি করে হত্যা ◈ দোহায় ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার গল্প  শোনালেন প্রধান উপদেষ্টা  ◈ সৌদি আরবের যুদ্ধবিমান পাহারা দিয়ে নিয়ে গেল মোদিকে! (ভিডিও) ◈ ইতিহাসে প্রথমবার ৩৫০০ ডলারে পৌঁছালো স্বর্ণের দাম

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ, দেড় লাখ টাকা জরিমানা

এস.এম আকাশ, ফরিদপুর : ফরিদপুরে পৃথক অভিযানে লাজ ফার্মাসহ ৫ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ফরিদপুর নিউ মার্কেটের ফলপট্টি গেটের সামনে রাস্তার উভয় পাশের ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে পথচারীদের চলাচলের পথ স্বাভাবিক করা হয়।

সোমবার (২১এপ্রিল) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এই পৃথক অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বী, দেব কুমার পাল, মোছাঃ জান্নাতুল সুলতানা, ইনসানা তানজীন ইকো ও মোঃ সাজেদ-উল-মাহমুদ। 

জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকোর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৫১, ৫২, ও ৫৩ ধারায় নিলটুলীতে অবস্থিত লার্জ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বীর নেতৃত্বে দোকানের সামনে মালামাল রেখে পথচারীদের চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় তিন ব্যবসায়ীকে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১.১৮৬ ধারায় চার হাজার আটশত টাকা জরিমানা করা হয়। 

অপর একটি অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদ-উল-মাহমুদ এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় নিলটুলীতে অবস্থিত বাবুর্চি হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় ফরিদপুর পৌরসভার সকল ধরনের অটোর বৈধ লাইসেন্স সনদ গ্রহণ করে যার যার লাইসেন্স অনুযায় নির্দিষ্ট এরিয়ায় চলাচল করার জন্য সচেতন করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়