শিরোনাম
◈ আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলেসহ আটক ৮ ◈ দুবাই বিমানবন্দর থেকে জনপ্রিয় পাকিস্তানি টিকটকার গ্রেপ্তার ◈ বাংলাদেশ থেকে সৈন্য নেবে কাতার, এলএনজি চুক্তি বাড়ানোর উদ্যোগেও আগ্রহ ◈ পোপ ফ্রান্সিসের মৃত্যুতে ‌লিও‌নেল মেসির আবেগঘন বার্তা ◈ বাংলাদেশ এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে, যেখানে একটি নতুন সামাজিক চুক্তি করার সুযোগ এসেছে : প্রধান উপদেষ্টা  ◈ সংস্কার আলোচনা: প্রতিটি বিষয়ে মুহাম্মদ ইউনূস দিকনির্দেশনা দিচ্ছেন, জানালেন আলী রীয়াজ ◈ হাসিনার সম্মানসূচক ডিগ্রি বাতিল করবে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয় ◈ ফের সংঘর্ষে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ সাগর-রুনি হত্যা মামলার নথি পোড়ার তথ্যটি সঠিক নয়: অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ◈ পারভেজ হত্যায় আলোচিত সেই দুই ছাত্রী সাময়িক বহিষ্কার

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১২:৪৩ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদ, দেড় লাখ টাকা জরিমানা

এস.এম আকাশ, ফরিদপুর : ফরিদপুরে পৃথক অভিযানে লাজ ফার্মাসহ ৫ ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ফরিদপুর নিউ মার্কেটের ফলপট্টি গেটের সামনে রাস্তার উভয় পাশের ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করে পথচারীদের চলাচলের পথ স্বাভাবিক করা হয়।

সোমবার (২১এপ্রিল) দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত এই পৃথক অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বী, দেব কুমার পাল, মোছাঃ জান্নাতুল সুলতানা, ইনসানা তানজীন ইকো ও মোঃ সাজেদ-উল-মাহমুদ। 

জানা যায়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকোর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৫১, ৫২, ও ৫৩ ধারায় নিলটুলীতে অবস্থিত লার্জ ফার্মাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অপর অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বীর নেতৃত্বে দোকানের সামনে মালামাল রেখে পথচারীদের চলাচলের বিঘ্ন সৃষ্টি করায় তিন ব্যবসায়ীকে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১.১৮৬ ধারায় চার হাজার আটশত টাকা জরিমানা করা হয়। 

অপর একটি অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদ-উল-মাহমুদ এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় নিলটুলীতে অবস্থিত বাবুর্চি হোটেলকে দুই হাজার টাকা জরিমানা করেন। এসময় ফরিদপুর পৌরসভার সকল ধরনের অটোর বৈধ লাইসেন্স সনদ গ্রহণ করে যার যার লাইসেন্স অনুযায় নির্দিষ্ট এরিয়ায় চলাচল করার জন্য সচেতন করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: ফজলে রাব্বী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়