শিরোনাম
◈ কাতারে পৌঁছেছেন ড. ইউনূস, পেলেন লালগালিচা সংবর্ধনা ◈ স্বাস্থ্য উপদেষ্টার এপিএসকেও সরিয়ে দেওয়া হলো ◈ নকশা না মেনে গড়ে ওঠা রাজধানীর ৩ হাজার ৩৮২ ভবন ভাঙা হবে: রাজউক চেয়ারম্যান ◈ যেসকল সেবা মেলে না এনআইডি লক হলে ◈ মেজর সিনহা হত্যা মামলায় ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত ◈ সাংবাদিকের করা এক প্রশ্নে বাংলাদেশি নই বলা টিউলিপ বাংলাদেশের এনআইডি-পাসপোর্টধারী ◈ আর্থিক প্রতিষ্ঠানে এসি চালানো নিয়ে নতুন নির্দেশনা ◈ গাজী সালাউদ্দিন তানভীরকে দুই অভিযোগ ওঠার পর সাময়িক অব্যাহতি দিল এনসিপি ◈ আবারও স্বর্ণের দামে নতুন ইতিহাস, দেশে ভরিতে কত বাড়লো? ◈ বিদেশি বিনিয়োগকারীদের নিরাপত্তায় হটলাইন

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৫, ১২:৫৯ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশনে এসএসসি পরীক্ষার্থী

চুয়াডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী। চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ায় এ ঘটনা ঘটেছে।

সোমবার (২১ এপ্রিল) বিকাল থেকে ওই পরীক্ষার্থী প্রেমিক মো. নাঈমের বাড়ি অবস্থান নিলেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। এ ঘটনার পর থেকে প্রেমিক মো. নাঈম পলাতক রয়েছে।

এ বিষয় জানার পর উৎসুক জনতা সেখানে ভিড় করে। একপর্যায়ে উপস্থিত লোকজন ওই শিক্ষার্থীকে প্রেমিকের বাড়িতে তুলে দেয়। পরে স্থানীয়দের মধ্যে উত্তেজনা দেখা দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এলাকাবাসী জানায়, সন্ধ্যায় নাঈমের বাড়িতে হইচই শুনে তারা ছুটে আসেন। একপর্যায়ে মেয়েটির দাবির বিষয়টি তারা জানতে পারে। পরে উৎসুক জনতা মেয়েটিকে নাঈমের বাড়ি রেখে যায়। এ সময় পুলিশ আসে ঘটনাস্থলে।

বিয়ের দাবি করা ওই শিক্ষার্থী জানান, তার বাড়ি চুয়াডাঙ্গার দর্শনা থানার ঈশ্বচন্দ্রপুর গ্রামে। তিনি দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তিন বছর ধরে নাঈমের সঙ্গে তার প্রেমের সম্পর্ক। সম্প্রতি নাঈম তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। তিনি সোমবারের গণিত পরীক্ষায় অংশগ্রহণ শেষে প্রেমিকের সঙ্গে দেখা করতে চুয়াডাঙ্গায় আসেন। একপর্যায়ে জানতে পারে নাঈম অন্যত্র বিয়ে করতে যাচ্ছেন।

প্রেমিকের অন্যত্র বিয়ের বিষয়টি জানার পর বিয়ের দাবিতে তিনি প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসেন। এ ঘটনার পর থেকে প্রেমিক আর বাড়ি ফিরে আসেনি। ওই শিক্ষার্থী তার দাবিতে অনড় অবস্থানে রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ভিকটিম নিজেই বাদী হয়ে মামলা দায়ের করবে। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়