চরফ্যাশনে বজ্রপাতসহ দুই বৃদ্ধের মৃত্যু
ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে শশীভূষণে বজ্রপাতে আব্দুর রব (৬০) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার বিকাল ৩ টায় উপজেলার জাহানপুর ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ডে এদূর্ঘটনা ঘটে। আব্দুর রব ওই ওয়ার্ডের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। এছাড়া আব্দুল্লাহপুর খাল থেকে ভাসমান এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে।
স্বজনরা জানান, আব্দুর রব দুপুরে তার পাশের বাড়ির এক ব্যক্তিকে দাওয়াত করে। সে আসতে দেড়ি করায় আব্দুর রব তাকে নিয়ে আসার জন্য তার বাড়িতে যায়। এ সময় বৃষ্টিসহ বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা রাস্তা থেকে আব্দুর রবের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
অপরদিকে দুপুরে চরফ্যাশন উপজেলার আবদুল্লাহ পুর ইউনিয়ন ডালিরহাট সুলতানের ব্রিজের নিচে পানিতে ভেসে আসা এক অজ্ঞাত বৃদ্ধে (৬৫) এর লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ওই বৃদ্ধের লাশ খালে ভাসতে দেখে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে আসে। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।