ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাসিবুল ইসলাম (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। রোববার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সালান্দর চৌধুরী হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল ইসলাম ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরী হাট এলাকার মৃত খমিজ উদ্দিন ছেলে।
প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, সালান্দর চৌধুরী হাটের ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে একটি দ্রুতগতির মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এতে বাইসাইকেল আরোহী হাসিবুল ইসলাম গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও গুরুতর আহত হয়ে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. ফয়েজ বলেন, "বাইসাইকেল আরোহীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বাকি দুইজনের অবস্থাও গুরুতর।"