ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরও দুই কৃষক। সোমবার (২১ এপ্রিল) সকালে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মইষাকান্দা এলাকায় বৃষ্টির সাথে হঠাৎ বজ্রপাত শুরু হলে এ ঘটনা ঘটে।
নিহত আবু তাহের মিয়া (৪৮) মইষাকান্দা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আহত দু’জনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাখাওয়াৎ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ সকালে আবু তাহের মিয়াসহ তিনজন কৃষক বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে যান। সকাল ৭টার দিকে বৃষ্টি শুরু হলে সেচ দেয়ার মেশিনের টিনের ঘরে তারা আশ্রয় নেন।
এ সময় বৃষ্টির পাশাপাশি বজ্রপাত হলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাহের মিয়ার। এ ঘটনায় তার সাথে থাকা বাকি ২ জন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
নিহতের মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।