শিরোনাম
◈ কোন পথে সেভেন সিস্টার্স, ভারতের এত ভয় কেন? ◈ প্যাভিলিয়ন থেকে আজহারউদ্দিনের নাম সরানো: 'বিশ্বের কোনো ক্রিকেটারের সঙ্গে যেন এমন না ঘটে ◈ সাকিব আল হাসা‌নের বিরুদ্ধে দুদকের কমিটি গঠন ◈ বাংলা‌দে‌শের ১৯১ রান শোধ ক‌রে ৮২ রা‌নের লিড নি‌লো জিম্বাবু‌য়ে ◈ আমলযোগ্য অপরাধের ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে: ডিএমপি কমিশনার ◈ ৩৩ বছরে রাষ্ট্রপতি কতজনকে মাফ করেছেন জানতে চান আদালত ◈ ঢাকা-৫ আসনের সাবেক এমপি মনিরুল ইসলাম গ্রেপ্তার ◈ বিশেষ বিসিএসে দু’হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার ◈ আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে লন্ডনে একসঙ্গে সাবেক চার মন্ত্রী-প্রতিমন্ত্রী! ◈ বাংলাদেশ চীন সম্পর্কে কিছুতেই অস্বস্তি কাটছে না ভারতের!

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে আদালতে হাজিরা দিতে গিয়ে আ’লীগের ৭ নেতা-কর্মী জেলে

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে বিএনপির অফিসে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় আওয়ামী লীগের সহ-সভাপতি, সান্তাহার ইউপি চেয়ারম্যান সহ চার নেতা-কর্মীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গত রবিবার (২০ এপ্রিল) বগুড়া জেলা জজ আদালতে হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়। উক্ত আওয়ামী লীগ নেতা-কর্মীরা হলো আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সান্তাহার ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেত্রী নাহিদ সুলতানা তৃপ্তি, আদমদীঘি সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আ’লীগ নেতা মিহির সরকার, শামীম হোসেন, ইব্রাহিম আলী, এমরান হোসেন।

উল্লেখ্য: গত ৪ আগস্ট আদমদীঘি উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে পুড়ে ফেলে। এ ঘটনায় ১৯ ও ২৫ আগস্ট বিএনপি ও যুবদলের অফিসে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় থানায় দুটি মামলা য় ৩শ নাম সহ অজ্ঞাত প্রায় ৫ শতাধিক আ’লীগ নেতাকর্মীদের আসামী করে মামলা দায়ের করা হয়। ওই মামলার বাদী যুবদল নেতা আশিক ও উপজেলা শ্রমিক দলের সভাপতি উপজেলার কুসুম্বী গ্রামের মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়