শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয় ছাত্র খুন: প্রেমিকাকেও দেখা গেল সিসিটিভিতে, মামলায় নেই তার অস্তিত্ব ◈ দেশি-বিদেশি মাস্টারপ্ল্যান আওয়ামী লীগকে মাঠে নামানোর পেছনে ◈ পারভেজ হত্যাকাণ্ড: ছাত্রদল বিভ্রান্তিকর প্রচারণা শুরু করেছে: উমামা ফাতেমা (ভিডিও) ◈ নাটোরে ছাত্রলীগ কর্মীকে রিকশায় পিঠে পা চেপে ঘোরানো, ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় ◈ ‘আমরা একটি কঠিন কিন্তু অপরিহার্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি’  ◈ বাংলাদেশ থেকে যাওয়ার সময় জীবননাশের শঙ্কায় ছিলাম: দাবি হাথুরুসিংহের ◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধরলা নদীতে ডুবে যাওয়ার একদিন পর শিশু এরফানের মরদেহ উদ্ধার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট : লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাটে ধরলা নদীতে ডুবে এরফান আলী (১১)নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বিকেলে ধরৱা নদী থেকে ওই শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নূরনবী।

নিহত এরফান সদর উপজেলার কর্ণপুর এলাকার সুজাত হোসেন দুলুর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে ধরলা নদী চর থেকে ব্যাপারীটারি যাওয়ার পথে শিশু এরফান ধরলা নদীতে পড়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। অনেক খোজাখুজি করে তাকে না পেয়ে থানায় ও ফায়ার সার্ভিসে অবগত করা হয়। পরদি রবিবার ফায়ার সার্ভিসের সদস্যরা এসে অনেক খোজাখুজি করেও শিশু এরফানকে পায়নি তারা। তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকেলে যখন ফিরে আসবে ঠিক সেই সময়ে কুলাঘাট ইউপির খাড়ুয়া ঘাট এলাকায় নদীতে এরফানের মরদেহ ভেসে উঠে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিশু এরফানের মরদেহ উদ্ধার করেন।

শিশু এরফানের মামা বেলাল হোসেন বলেন, “এই ঘটনা মেনে নেয়া খুবই কষ্টকর। এতো ছোট একটা শিশুর অকাল মৃত্যুতে আমরা সবাই খুব কষ্ট পেয়েছি। আমাদের কোন প্রকার সন্দেহ বা অভিযোগ নেই।”

লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী বলেন, “আমরা সদর থানার একটি দল ঘটনাস্থলে যাই। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়