শিরোনাম
◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব ◈ যাত্রাবাড়ী ও শাহবাগে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫ ◈ রিজার্ভ বেড়ে পৌনে ২৭ বিলিয়ন ডলার ◈ বেড়ে দেড় লাখ টাকার মাইলফলকে পৌঁছাল স্মারক স্বর্ণমুদ্রার দাম

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৮:৪২ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে মোবাইল চুরির অপবাদে গণপিটুনিতে যুবক নিহত

জিয়াবুল হক,টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে মোবাইল ফোন চুরির অভিযোগে গণপিটুনিতে মো. নজিমুল্লাহ (২৫) নামে এক যুবককে মৃত্যু হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নজিমুল্লাহ ওই এলাকার মৃত রহিম উল্লাহর ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে নজিমুল্লাহকে কয়েকজন মিলে মারধর করেন। এ সময় তার হাতে থাকা একটি ধারালো ছুরি ধস্তাধস্তির মধ্যে তার নিজের বুকের ডান পাশে ঢুকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর এহতেশামুল হক বাহাদুর বলেন, নজিমুল্লাহ পূর্বেও চুরির অভিযোগে অভিযুক্ত ছিলেন এবং এলাকায় তার বিরুদ্ধে একাধিকবার বিচার হয়েছে। কিন্তু কোনোভাবেই তাকে এভাবে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা ন্যায়সংগত নয়। আইন হাতে তুলে নেওয়া চলতে পারে না।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাঈমা সিফাত জানান, নিহত যুবককে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। তার বুকের ডান পাশে গভীর ছুরিকাঘাত ছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়