শিরোনাম
◈ ভারতে শেখ হাসিনা আশ্রয় পেতে যাচ্ছেন দালাই লামার মতোই! ◈ কর্মীদের হত্যাকাণ্ডের নিউজ কোথায়, প্রশ্ন আওয়ামী লীগের ◈ শাহবাগে বিক্ষোভ: আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা  ◈ পাহাড়ি-বাঙালি সংঘর্ষ : রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি ◈ বাইতুল মোকাররমে দুই গ্রুপের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, সতর্ক অবস্থানে সেনাবাহিনী ও পুলিশ (ভিডিও) ◈ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ হেডকোয়ার্টার্স ◈ দুই পক্ষের সংঘর্ষের পর আজ স্বাভাবিক দীঘিনালার পরিস্থিতি ◈ জাতিসংঘ অধিবেশনে যাদের সঙ্গে বৈঠক হতে পারে মুহাম্মদ ইউনূসের ◈ অস্বস্তিকর গরম: অবসান হবে কবে? জানাল আবহাওয়া অধিদপ্তর ◈ হাসান মাহমুদের ৫ উইকেট, ভারত থামলো ৩৭৬ রানে

প্রকাশিত : ০৪ মে, ২০২২, ১১:৪৬ রাত
আপডেট : ০৪ মে, ২০২২, ১১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক: [২] সিরাজগঞ্জের কামারখন্দে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন করা হয়েছে। এতে অসুস্থ হয়ে পড়লে ওই নারীকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

[৩] মঙ্গলবার (৩ মে) সন্ধ্যায় কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতিতে এ ঘটনাটি ঘটে। ওই নারী উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতি গ্রামের হাছান মাহমুদের স্ত্রী।

[৪] বুধবার (৪ মে) কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ ও স্থানীয় সূত্র জানায়, একটি জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে ভদ্রঘাট ইউনিয়নের চৈরগাতি গ্রামের হাছান মাহমুদের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যায় ওই জমির কলাগাছ কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে মাহমুদের স্ত্রী প্রতিপক্ষের বাড়িতে গিয়ে নারী ও শিশুদের মারপিট করার চেষ্টা করেন। এ সময় প্রতিপক্ষের নারীরা তাকে একটি গাছে বেঁধে মারপিট করেন। পরে তাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

[৫] ওসি হাবিবুল্লাহ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়