শিরোনাম
◈ জাতীয় পরিচয়পত্রের অসুন্দর ছবিটি ঘরে বসেই বদলাবেন যেভাবে ◈ বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করলো ভারত ◈ ‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি, তা ৭০০ কোটিতে নামানো সম্ভব’ ◈ নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ কোরআন-হাদিসের লঙ্ঘন, বললেন জামায়াতে ইসলামীর আমির ◈ রামপালের চেয়ে ৬০% কম: মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৮.৪৫ টাকা ◈ সোনার খোঁজে নেপাল যা‌চ্ছে বাংলাদেশ টেবিল টেনিস দল ◈ সংসদীয় সংস্কারে রাষ্ট্রপতির স্বাধীন সিদ্ধান্তের পক্ষে বিএনপি, ২২ এপ্রিল তৃতীয় দফা বৈঠক ◈ ডিসেম্বরে নির্বাচন আদায়ে সোচ্চার বিএনপি, সর্বদলীয় জনমত গঠনে জোর, চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ◈ সিলেটে বাংলা‌দেশ অলআউট ১৯১ রা‌নে, দিন শে‌ষে জিম্বাবুয়ের সংগ্রহ বিনা উই‌কে‌টে ৬৭ ◈ সংসদ সদস্যদের দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ চায় বিএনপি: চারটি বিষয়ে ব্যতিক্রম প্রস্তাব

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৫, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুখে কালো কাপড়, আওয়ামী লীগের ব্যানারে রহস্যজনক মিছিল (ভিডিও) 

কিশোরগঞ্জে ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৬টার দিকে সদর-পাকুন্দিয়া সীমান্তে পুলেরঘাট এলাকায় মিছিল বের করে ছাত্রলীগ। বিকেল তিনটার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন তার ফেসবুক আইডিতে মিছিলের ছবি শেয়ার করেন।

কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আজ সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে মিছিল করে ছাত্রলীগ। তাদের হাতে জাতীয় ও কালো পতাকা ছিল, সবার মুখ কালো কাপড়ে বাঁধা। খবর পেয়ে পুলিশ অভিযান চালালেও কাউকে ধরা যায়নি। আগেই তারা পালিয়েছে। এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে।

মিছিলের ব্যানারে লেখা ছিল, আইসিটি ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের প্রতিবাদে মিছিল ও স্মারকলিপি। তবে কোথাও স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বলে জানা যায়নি। 

এ ব্যাপারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন বলেন, ‘ছাত্রলীগ একটি নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন। এরা কী করে মিছিল করে। প্রশাসন কেন নির্বিকার।’

তিনি অবিলম্বে চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে তিনি বলেন, অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়া হবে। উৎস: সমকাল ও জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়