কৃষক লীগ নেতার বাড়িতে মাওলানা মামুনুল হক
হাবিবুর রহমান : হেফাজতে ইসলামের আলোচিত নেতা এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক কুলখানির দাওয়াত খেতে চলে আসলেন ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল বাড়িতে।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করে আসা মাওলানা মামুনুল হক কৃষক লীগ নেতার বাড়িতে আসায় স্থানীয় জনসাধারণের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
নেত্রকোনার পূর্বধলায় হাটে বাজারে চায়ের স্টলে অনেকেই বলাবলি করছেন যারা আওয়ামীলীগ নিষিদ্ধ করতে চান তারাই কিভাবে আওয়ামী লীগ নেতার বাড়িতে দাওয়াত খেতে আসেন?
গত ১২ এপ্রিলে মাজহারুল ইসলাম সোহেলের মা বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। পরে ডাক ডোল পিটিয়ে বড় আকারে দুটি গরু জবাই করে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দদের নিয়ে বিশাল কুলখানির অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাওলানা মামুনুল হক (১৯ এপ্রিল) বিকেল ৪টায় হেলিকপ্টার যুগে পূর্বধলা হেলিপ্যাড মাঠে আসেন। সেখান থেকে পাজারো গাড়ি করে পিছনে নেতাকর্মীদের মোটরসাইকেল বহর নিয়ে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেলের গ্রামের বাড়িতে যান। পরে খাওয়া দাওয়া শেষে বিকেল পৌনে ছয়টার দিকে সেখান থেকে চলে আসেন।
ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মাজহারুল ইসলাম সোহেল ২৪শে নির্বাচনে ডামি প্রার্থী হয়ে নেত্রকোনা-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।