শিরোনাম
◈ মাসে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার গুনতে হবে মার্কিন শুল্ক থাকলে  ◈ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান ◈ মেরে না ফেলা পর্যন্ত ভারত, ‘র’ আর আ.লীগের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ ◈ ‘চীন সরকারের হাসপাতাল নীলফামারীতে হবে’ ◈ বাংলাদেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা ◈ বাসাবাড়িতে নতুন গ্যাস সংযোগ নিয়ে তিতাসের সতর্কবার্তা ◈ দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ ◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ প্রাথমিকের সহকারী শিক্ষকদের বেতনস্কেলের প্রস্তাব বাস্তবায়নে কাজ চলছে: গণশিক্ষা উপদেষ্টা ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৫, ০৪:৫৩ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থানায় টাকা নেওয়ার ভিডিও ভাইরাল, ওসির দাবি ষড়যন্ত্র

নারায়ণগঞ্জে আড়াইহাজার থানায় জিডি করতে গিয়ে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে থানার ওসির বিরুদ্ধে। ইতিমধ্যে টাকা গ্রহণের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ভিডিওটি কবে ধারণকৃত তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন একটি কাগজের সঙ্গে স্টাপলারে আটকানো টাকা গ্রহণ করছেন এবং বলছেন, ‘আপনার কি মানসম্মান নাই?’ এরপর তিনি টাকাসহ আবেদনটি নিজ ড্রয়ারে রেখে দেন। এ সময় তাঁর সামনের চেয়ারে দুজন ব্যক্তি উপস্থিত ছিলেন।

ভিডিওর ক্যাপশনে বলা হচ্ছে, আড়াইহাজার থানার ওসি জিডি করার জন্য ঘুষ নিচ্ছেন। তবে কাগজটি জিডি নাকি অন্য কিছুর তা নিশ্চিত হওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, টাকাসহ কাগজ ওসির হাতে দিয়েছেন আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন। তবে এ বিষয়ে কথা বলতে নারাজ বেলায়েত হোসেন। তিনি বলেন, ‘এই বিষয়ে আমার কিছু মনে নেই।’

ভিডিওর বিষয়ে জানতে চাইলে থানার ওসি এনায়েত হোসেন বলেন, ‘আমার বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি গ্রুপ মিথ্যা তথ্য ছড়াচ্ছে। কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেন অনু পুলিশি নিরাপত্তায় এলাকায় তোরণ বসাতে চায়। পুলিশ তো কাউকে রাজনৈতিক শেল্টার দিতে পারে না। এ নিয়ে আমার ওপর ক্ষিপ্ত। তারাই আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

‘আর টাকার নেওয়ার ঘটনাটি হচ্ছে তিন-চার মাস আগে খাগকান্দা এলাকায় এক নারীর কিস্তির টাকা নিয়ে মারামারির ঘটনা ঘটে। বেলায়েত ভাইকে বলেছিলাম বিষয়টি মীমাংসা করে দিতে। সেই টাকা লিখিতভাবে দেওয়ার পর কাগজে স্টাপলার করে আমার কাছে দিয়ে গেছে। তখন আমি বলেছি এই সামান্য টাকা নিয়ে আমার কাছে আসলে কি মান সম্মান থাকে? এগুলোও কি ওসির করতে হবে? সেখানে সামনে আরও কয়েকজন ছিল। সবার সামনে আমি জিডির জন্য ঘুষ নেব?’ উৎস: আজকের পত্রিকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়