গৌরনদীতে বিএমএফ পরিবহনের ধাক্কায় মাহেন্দ্রার ৬ যাত্রী আহত
শামীম মীর গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ডে আজ শুক্রবার দিবাগত রাতে বেপরোয়াগতির বিএমএফ পরিবহনের ধাক্কায় ছয়জন মাহেন্দ্রা যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহি বিএমএফ পরিবহন বার্থী বাসষ্ট্যান্ড নামক এলাকা থেকে বেপরোয়াগতিতে যাওয়ার সময় বিপরীতদিক থেকে আসা যাত্রীবাহি মাহেন্দ্রাকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রার চালকসহ ছয়জন যাত্রী গুরুত্বর আহত হয়।
আহতরা হলেন, কালাম হাওলাদার, রাব্বি ইসলাম, মো. তুহিন, কলম হাওলাদার, তাইজুল ইসলাম ও মো. সাগর।