শিরোনাম

প্রকাশিত : ০৪ মে, ২০২২, ১১:৩০ রাত
আপডেট : ২৮ আগস্ট, ২০২২, ০৭:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় ঈদের জামাতে প্রকাশ্যে গুলি: ৯ জনকে আসামি করে মামলা

নিজস্ব প্রতিবেদক: [২] কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ‘গুলি করার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

পূর্ববিরোধের জেরে কুমিল্লায় ঈদের জামাতে প্রতিপক্ষের গুলিতে মোস্তাক আহমেদের আহতের ঘটনায় মামলা হয়েছে।

[৩] গুলিবিদ্ধ মোস্তাক আহমেদের বড় ভাই ইকরাম কবির ভূঁইয়া মঙ্গলবার রাত ১১টার দিকে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলায় ৯ জনকে আসামি করা হয়।

[৪] মামলায় প্রধান আসামি করা হয় রুবেল ভূঁইয়াকে। অন্য আসামিরা হলেন- জসিম উদ্দিন ভূঁইয়া, সবুজ ভূঁইয়া, জাকির হোসেন ভূঁইয়া, আবদুর রব ভূঁইয়া, মনজিল ভূঁইয়া, নয়ন ভূঁইয়া, মিন্টু ভূঁইয়া ও ফখরুল হাসান চৌধুরী।

[৫] কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পলাশ বিশ্বাস বলেন, ‘গুলিবিদ্ধ মোস্তাকের পায়ে অপারেশন করে গুলি বের করা হয়েছে। রক্ত দেয়া হয়েছে। এখন শঙ্কামুক্ত।’

[৬] এর আগে মঙ্গলবার সকাল ৮টায় ৫ নম্বর পাঁচথুবী ইউনিয়নে গোলাবাড়ি ভূঁইয়া বাড়ি জামে মসজিদ ঈদগাহ মাঠে ঈদের জামাতে পূর্বশত্রুতার জেরে রুবেল ভূঁইয়া ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করেন। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নির্ধারিত সময়ের ১ ঘণ্টা পর ঈদের নামাজ হয়।

[৭] কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর বলেন, ‘গুলি করার ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়