শিরোনাম
◈ ট্রাম্প-সি-মোদি এসে বাংলাদেশে কিছু করে দিয়ে যাবেন না: মির্জা ফখরুল (ভিডিও) ◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট 

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:৫৯ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান: প্রায় ২ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ, আটক ১

ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৯৭ লাখ ৬৭ হাজার ৩৪০ টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। অভিযানে একজন চোরাকারবারীকেও আটক করা হয়েছে।

১১ এপ্রিল থেকে ১৮ এপ্রিল (শুক্রবার) পর্যন্ত চলা এই অভিযানে অংশ নেয় কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল, সালদানদী ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার আখাউড়া, ঘাগুটিয়া, চন্ডিদার, কসবা ও মাদলা বিওপি।

শুক্রবার দুপুরে ৬০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান (পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—২৭ কেজি কিসমিস, ২টি গরু, ৯৩৫ পিস চকলেট, ৭ হাজার ৫৮৫ কেজি চাল, ৮১ বক্স চিংড়ির রেনু, ৮৩২ কেজি চিনি, ৪ হাজার ৮১৫ পিস ইয়াবা, ২৮ কেজি গাঁজা, ৪০ বোতল হুইস্কি, ১৩৮ বোতল বিয়ার, ২৫৮ বোতল ইস্কাফ সিরাপ, ২ হাজার ৪৫০ প্যাকেট সিগারেট, ১৬৮টি মোবাইল সেট, ২৪৩টি মোবাইল ডিসপ্লে, ১ হাজার ৫৮৪ পিস পন্ডস পাউডার, ৫৩ হাজার ৬০১টি বাঁজি এবং ৭৮৭ বোতল এনার্জি ড্রিংকসসহ আরও বহু ভারতীয় পণ্য।

আটককৃত ব্যক্তি মো. মাহিন (১৮), ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল গ্রামের মো. এনামুল হোসেনের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, “সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির নিয়মিত অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এই সফল অভিযান তারই বাস্তব উদাহরণ।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়