জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, “হাসিনা পালিয়ে গেলেও তার অর্থ এখনো দেশেই রয়েছে। এখনও অনেককে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং কোনো বিচার দৃশ্যমান নয়। আমরা চাই, যারা দুঃশাসন ও দুর্নীতির সঙ্গে জড়িত, বিশেষ করে হাসিনা পরিবারের সদস্যরা, তাদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।”
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। প্রতিনিধি সভাটি আয়োজিত হয় আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা প্রাঙ্গণে।
তিনি বলেন, “আমাদের দাবি একটাই—দ্রুত বিচার এবং রাজনৈতিক সংস্কার। সুষ্ঠু নির্বাচনের জন্য এই সংস্কার অত্যন্ত জরুরি। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়েই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই দলটির আর বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। তারা যদি আবার ঝটিকা মিছিল করে ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তাহলে জনগণ নতুন করে দুর্ভোগে পড়বে।”
এসময় তিনি আরও বলেন, “দেশে এখনো অবৈধ ও লুটের অস্ত্র উদ্ধার হয়নি। যারা হঠাৎ ঝটিকা মিছিল করছে, তারা এসব অস্ত্র দিয়ে শক্তি প্রদর্শনের চেষ্টা করছে। এই সুযোগ কোনোভাবেই সরকার দিতে পারে না। কারণ, বর্তমান সরকার আমাদের আন্দোলনের ফসল—তাদের কাছে আমাদের প্রত্যাশা তাই অনেক। আমরা দাবি জানাচ্ছি, অবিলম্বে অস্ত্র উদ্ধার করতে হবে, না হলে এই অস্ত্র জনগণের বিপক্ষে ব্যবহৃত হতে পারে।”
সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান।
সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ছৈয়দ রহমান রায়হান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন—সদর উপজেলা (পূর্ব) বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, যুগ্ম আহ্বায়ক শাহ মো. এমরান এবং সদস্য সচিব মো. মঙ্খলেসুর রহমান হারুন।
সভায় দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে রাজনৈতিক পরিস্থিতি, আগাম আন্দোলন এবং সংগঠন শক্তিশালীকরণে মতামত ব্যক্ত করেন।