শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:২৮ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে গাঁজা সেবনের ভিডিও ধারণ করায় যুবককে কুপিয়ে জখম

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে গাজা সেবনের ভিডিও ধারণ করাই ইহসানুল হক হোসাইন (২১) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে মাদক সেবীরা। আহত ইহসানুল হক হোসাইন উপজেলার বাকুলিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এই ঘটনায় ৫ জনের উল্লেখ সহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী ওই যুবক। 

অভিযুক্তরা হলো-উপজেলার শ্রীরামপুর গ্রামের সাইদুল মন্ডলের ছেলে মুন্না, একই গ্রামের মালেকা বেগমের ছেলে রিয়াজ, ইসমাইল হোসেনের ছেলে শাকিল হোসেন, রানা এবং বাকুলিয়া গ্রামের জাহাঙ্গীরের ছেলে সাব্বির হোসেন। অজ্ঞাত আরো ৩/৪ জন। তাদের সবারই মাদকের সাথে সংশ্লিষ্টতা রয়েছে বলে জানান ভুক্তভোগী ওই যুবক।

তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, গত (৮ এপ্রিল) বৃহস্পতিবার বিকাল  সাড়ে ৫ টার সময় উপজেলার বাকুলিয়া বেজপাড়ার মাঠের মধ্যে ৭/৮ জন মাদক সেবী গাঁজা সেবন করছে। এ সময় ইহসানুল হক হোসাইন তাদের গাজা সেবনের দৃশ্য মোবাইলে ধারণ করে। ভিডিও ধারণ করার দৃশ্য মাদক সেবীরা দেখে তাকে অকথ্য ভাষায় গালি-গালাজ করে এবং ভবিষ্যতে খুন জখম সহ যেকোন প্রকার ক্ষয়ক্ষতি করবে হুমকি ও ভয়ভীতি দেখায়।

এরই ধারাবাহিকতায় (১৭ এপ্রিল) বৃহস্পতিবার সকাল ১১টার সময় উপজেলার শ্রীরামপুর প্রাইমারী স্কুলের পিছনে রাস্তার উপর অভিযুক্ত আসামীরা ধারালো দা, লোহার রড, হাতুড়ি, বাঁশের লাঠি দেশিয় অস্ত্রশস্ত্র  নিয়ে তার পথরোধ করে অকথ্য ভাষায় গালি-গালাজ করে। এ সময় তাদের হাতে থাকা ধারালো দা দিয়ে তার মাথায় কোপ মেরে গুরুত্বর রক্তাক্ত জখম করে। এবং আসামীদের হাতে থাকা লোহার রড, হাতুড় ও বাঁশের লাঠি দিয়ে বেধরক মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়