শিরোনাম
◈ প্রশাসন কার পক্ষে,পাল্টাপাল্টি অভিযোগে এনসিপি - বিএনপি ◈ নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে প্রধান উপদেষ্টার তাগিদ ◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:৩৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিলাপি কান্ডে প্রত্যাহারকৃত ওসির পক্ষে বিএনপির বিক্ষোভ!

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে জিলাপি খেতে চাওয়া ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেনের বদলি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে ইটনা উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন। এ নিয়ে ইটনায় বইছে সমালোচনার জোয়ার। সাধারণ জনমনে প্রশ্ন ওসি বদলিতে বিএনপির কি হলো। 
 
বুধবার দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল ইটনা বাজার থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা পরিষদ ফটকে বিক্ষোভ করে। পরে ইটনা উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
 
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি এসএম কামাল, উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির উদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ রহমানসহ উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
 
বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা দাবি করেন, ওসি মনোয়ার হোসেনকে অযৌক্তিকভাবে বদলি করা হয়েছে। সমন্বয়ক নামধারী আওয়ামী দোসর আফজাল হুসাইন শান্তর অভিযোগের ভিত্তিতে এমন বদলির আদেশ সম্পূর্ণ অযৌক্তিক। দ্রুততম সময়ের মধ্যে ওসি মনোয়ারকে থানায় যোগদানের দাবিও জানান তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইটনা উপজেলার সমন্বয়ক আফজাল হুসাইন শান্তর কাছে জিলাপি খেতে চেয়েছিলেন কিশোরগঞ্জের ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন। এ বিষয়ে একটি অডিও রেকর্ড ভাইরাল হলে এ ঘটনার পর ওই ওসিকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড (সংযুক্ত) করা হয়। মঙ্গলবার (১৫ এপ্রিল) কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর সই করা এক অফিস আদেশে এ আদেশ দেয়া হয়।
 
নাম প্রকাশে অনিচ্ছুক ইটনার কয়েকজন মুরুব্বি বলেন, জীবনে দেখলাম না কোন ওসি বদলী কিংবা প্রত্যাহার হলে কোন রাজনৈতিক দল এমন বিক্ষোভ করেছেন। বিষয়টি নিয়ে ইটনায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনাসহ হাস্যরস। কেউ কেউ বিষয়টি নিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির দৃষ্টি আকর্ষণ করেছেন। কেন একজন ওসির জন্য দলকে বিতর্কিত করা হলো? 
  • সর্বশেষ
  • জনপ্রিয়