কিবরিয়া চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে বজ্রাঘাতে শাহ আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার ৪নং দিগলবাক ইউনিয়নের বনকাদিপুর গ্রামের পাশ্ববর্তী হাওরে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের হিরু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বনকাদিপুর গ্রামের পাশ্ববর্তী হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে শাহ আলম ঝড়বৃষ্টির কবলে পড়েন। একপর্যায়ে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।