শিরোনাম
◈ জাতীয় সংসদের আসন ৬০০ করার সুপারিশ নারী সংস্কার কমিশনের ◈ ১১ ওভারের মধ্যে জিতেও বিদায় ওয়েস্ট ইন্ডিজের, বিশ্বকাপে বাংলাদেশ ◈ অফিস সময়ে সভা করতে সম্মানী নয়: জ্বালানি উপদেষ্টা ◈ হজ ফ্লাইট ২৯ এপ্রিল, বিড়ম্বনা ও দুর্ভোগ ছাড়াই হজে যাবেন যাত্রীরা ◈ নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ছাপিয়ে বিলি করা হবে: ড. ইউনূস ◈ ৪ বিয়ে করে বিপাকে বৃদ্ধ, থানায় দেখা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ◈ প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম ◈ ইসরাইলিদের আল-আকসা মসজিদ ধ্বংস করার গুঞ্জন, ফিলিস্তিনের সতর্কবার্তা ◈ শেখ মুজিবের ছবি অপসারণের ঘটনায় শিক্ষার্থী বহিষ্কার, ছাত্রদলের প্রতিবাদ ◈ বড় হারে অনিশ্চয়তায় বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্ন 

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের শহীদনগর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশগ্রহণকারী গুলিবিদ্ধ হওয়া ইসরাফিলের হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি আওয়ামী লীগ নেতা আল-আমিনকে (৩৫) গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সে উপজেলার ষোলপাড়া গ্রামের মৃত সরোয়ার মুন্সির ছেলে। মঙ্গলবার(১৫এপ্রিল)দিবাগত রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ষোলপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে। 
    
থানা পুলিশ জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার(১৫ এপ্রিল)দিবাগত রাতে দাউদকান্দি মডেল থানার এসআই(উপ-পরিদর্শক)আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে দাউদকান্দিতে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ আহত ইসরাফিলের হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি আওয়ামী লীগ নেতা আল-আমিনকে উপজেলার ষোলপাড়া গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় উপজেলার শহীদনগরে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।এসময় ইসরাফিল গুলিবিদ্ধ হয়ে আহত হন।এ ঘটনায় তার মায়ের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় ৯নং আসামি আল-আমিন।
    
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী আওয়ামী লীগ নেতা আল-আমিনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান,আইনি প্রত্রিয়া শেষে বুধবার (১৬এপ্রিল) সকালে তাকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়