হাবিবুর রহমান : নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে ক্ষণিকের জন্য প্রিন্সিপাল হয়ে আসলেন প্রিন্সিপাল মো. বাহারুল ইসলাম। মঙ্গলবার (১৫ এপ্রিল) মো. বাহারুল ইসলামের কর্মজীবনের শেষ দিনে মাত্র ৩ ঘন্টার জন্য পূর্বধলা সরকারি কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেই সেখান থেকেই তিনি অবসরে চলে গেলেন। বেলা সাড়ে ১১টায় এসে আড়াইটার দিকে চলে যান।
প্রিন্সিপাল হিসেবে নতুন কর্মস্থলে প্রথম যোগদান উপলক্ষে তাকে পূর্বধলা সরকারি কলেজের পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে কলেজে উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, প্রভাষ ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নতুন প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল ভিতরে পাশাপাশি চেয়ারে বসায় নানান আলোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন মুলত প্রোগ্রামটি উপাধ্যক্ষের কার্যালয়ে আয়োজন করায় এমনটি হয়েছে।
যোগদানকৃত প্রিন্সিপাল মো. বাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমার কর্মজীবনের শেষ দিন হওয়ায় এখানে যোগদান করে না থাকতে পারায় দু:খ প্রকাশ করছি। সতীর্থদের উদ্দেশ্যে বলেন, আমি ৩১ বছর ৫মাস চাকুরী করেছি। শিক্ষকতা জীবনে আমি একদিন বাদে বাকী কোনো দিন ক্লাস মিস করিনি। বাবার অসুস্থতার জন্য একটি দিন আমি ক্লাস করাতে পারনি বলে, সে বিষয়টি আমাকে এখনো পীড়া দেয়। আপনার নিয়মিত যথা সময়ে উপস্থিত হয়ে ক্লাস করাবেন আর শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখবেন বলে এই প্রত্যাশা রাখছি।