শিরোনাম
◈ যে যাই বলুক জুনের পরে নির্বাচন যাবে না: আইন উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট নই: মির্জা ফখরুল (ভিডিও) ◈ আবারও চীনের ওপর শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ◈ দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান চলছে ◈ ২ হাজার কোটি টাকা খরচ বেড়েছে ট্রান্সশিপমেন্ট বাতিলে: বাণিজ্য উপদেষ্টা ◈ থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল অ্যারাইভাল কার্ড ◈ বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি ◈ জিত‌লো অ্যাস্টন ভিলা, সেমিফাইনালে গে‌লে্া পিএসজি ◈ ২৪ ঘণ্টার মধ্যে ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ ◈ কারিগরি শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৫, ১১:৪০ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৩:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাত্র একদিনের জন্য প্রিন্সিপাল

হাবিবুর রহমান : নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজে ক্ষণিকের জন্য প্রিন্সিপাল হয়ে আসলেন প্রিন্সিপাল মো. বাহারুল ইসলাম। মঙ্গলবার (১৫ এপ্রিল) মো. বাহারুল ইসলামের কর্মজীবনের শেষ দিনে মাত্র ৩ ঘন্টার জন্য পূর্বধলা সরকারি কলেজে প্রিন্সিপাল হিসেবে যোগদান করেই সেখান থেকেই তিনি অবসরে চলে গেলেন। বেলা সাড়ে ১১টায় এসে আড়াইটার দিকে চলে যান।

প্রিন্সিপাল হিসেবে নতুন কর্মস্থলে প্রথম যোগদান উপলক্ষে তাকে পূর্বধলা সরকারি কলেজের পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কলেজ অধ্যক্ষের কার্যালয়ে কলেজে উপাধ্যক্ষ, সহযোগী অধ্যাপক, প্রভাষ ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

নতুন প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপাল ভিতরে পাশাপাশি চেয়ারে বসায় নানান আলোচনার সৃষ্টি হয়। এ বিষয়ে ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন মুলত প্রোগ্রামটি উপাধ্যক্ষের কার্যালয়ে আয়োজন করায় এমনটি হয়েছে।

যোগদানকৃত প্রিন্সিপাল মো. বাহারুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমার কর্মজীবনের শেষ দিন হওয়ায় এখানে যোগদান করে না থাকতে পারায় দু:খ প্রকাশ করছি। সতীর্থদের উদ্দেশ্যে বলেন, আমি ৩১ বছর ৫মাস চাকুরী করেছি। শিক্ষকতা জীবনে আমি একদিন বাদে বাকী কোনো দিন ক্লাস মিস করিনি। বাবার অসুস্থতার জন্য একটি দিন আমি ক্লাস করাতে পারনি বলে, সে বিষয়টি আমাকে এখনো পীড়া দেয়। আপনার নিয়মিত যথা সময়ে উপস্থিত হয়ে ক্লাস করাবেন আর শিক্ষার্থীদের সাথে যোগাযোগ রাখবেন বলে এই প্রত্যাশা রাখছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়