শিরোনাম
◈ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় আমরা সন্তুষ্ট নই: মির্জা ফখরুল ◈ আবারও চীনের ওপর শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ◈ দেশের ৩৫ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান চলছে ◈ ২ হাজার কোটি টাকা খরচ বেড়েছে ট্রান্সশিপমেন্ট বাতিলে: বাণিজ্য উপদেষ্টা ◈ থাইল্যান্ড ভ্রমণে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল অ্যারাইভাল কার্ড ◈ বিচার বিভাগের জন্য দ্রুতই পৃথক সচিবালয়: প্রধান বিচারপতি ◈ জিত‌লো অ্যাস্টন ভিলা, সেমিফাইনালে গে‌লে্া পিএসজি ◈ ২৪ ঘণ্টার মধ্যে ২৫ জেলায় আম পৌঁছে দেবে ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ ◈ কারিগরি শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে সাতরাস্তা মোড় অবরোধ ◈ প্রধান উপদেষ্টার  সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি, ইস্যু নির্বাচনী রোডম্যাপ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পানিতে ডুবে চাচাতো দুই ভাই বোনের মৃত্যু

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে পানিতে ডুবে তাফসান (৬) ও লামিম (১৪) নামে আপন চাচাতো দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটেছে বলে জানায় তার পরিবারের সদস্যরা।

তাফসান সদরপুরের চর বিষ্ণপুর ইউনিয়নের চর চাদপুর সাদের খাঁর ডাঙ্গী গ্রামের বাসিন্দা মুকুল ফকিরের ছোট ছেলে ও লামিম একই গ্রামের বাসিন্দা জামাল ফকিরের মেঝ মেয়ে।
 
নিহতদের পরিবারের বরাত দিয়ে তাদের চাচাতো ভাই আলামিন (২০) জানায়, দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে তাফসান পানিতে ডুবে যায় বলে ধারনা করা হচ্ছে। ভাইকে ডুবে যেতে দেখে বোন লামিম তাকে উদ্ধারে পানিত নামলে দুজনেই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে বিকেল চার টার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিতসক ডা. গোফরানুল হক সিজান তাদেরকে মৃত ঘোষণা করেন। তারা উভয়ে সাতার জানতোনা বলে জানায় আলামিন।
 
সদরপুর থানার চর বিষ্ণপুর ইউপি চেয়ারম্যন মো. মোয়াজ্জেম হোসেন শিশু দুটির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিন ভাইয়ের মধ্যে তাফসান ছোট ও এক ভাই তিন বোনের মধ্যে লামিম মেজ।দুই ভাই বোনের এ মৃত্যুতে পরিবার ও এলাকাতে শোক বইছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়