শিরোনাম
◈ পাচার হওয়া অর্থ ফেরত আনার কাজের অগ্রগতি কেমন? ◈ দেশের রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার ◈ আরও ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন ◈ স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হচ্ছে ◈ স্কটল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকা‌পের মূলপর্বের দ্বারপ্রা‌ন্তে বাংলাদেশ ◈ আমরা খেলেছি গাজার জন্য, আন্ডারডগ হ‌য়েও চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মেয়েরা ◈ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসছে ঢাকা-ইসলামাবাদ ◈ আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বজ্রপাতে নেত্রকোনায় তিনজন নিহত ◈ বাংলাদেশে ফের পূর্ণ সক্ষমতায় আদানির  দুই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০৮:৫৬ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পানিতে ডুবে চাচাতো দুই ভাই বোনের মৃত্যু

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর: ফরিদপুরের সদরপুরে পানিতে ডুবে তাফসান (৬) ও লামিম (১৪) নামে আপন চাচাতো দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) বাড়ির সামনের পুকুরে গোসল করতে নামলে এ ঘটনা ঘটেছে বলে জানায় তার পরিবারের সদস্যরা।

তাফসান সদরপুরের চর বিষ্ণপুর ইউনিয়নের চর চাদপুর সাদের খাঁর ডাঙ্গী গ্রামের বাসিন্দা মুকুল ফকিরের ছোট ছেলে ও লামিম একই গ্রামের বাসিন্দা জামাল ফকিরের মেঝ মেয়ে।
 
নিহতদের পরিবারের বরাত দিয়ে তাদের চাচাতো ভাই আলামিন (২০) জানায়, দুপুরে বাড়ির সামনের পুকুরে গোসল করতে নেমে তাফসান পানিতে ডুবে যায় বলে ধারনা করা হচ্ছে। ভাইকে ডুবে যেতে দেখে বোন লামিম তাকে উদ্ধারে পানিত নামলে দুজনেই পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে তাদেরকে উদ্ধার করে বিকেল চার টার দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিতসক ডা. গোফরানুল হক সিজান তাদেরকে মৃত ঘোষণা করেন। তারা উভয়ে সাতার জানতোনা বলে জানায় আলামিন।
 
সদরপুর থানার চর বিষ্ণপুর ইউপি চেয়ারম্যন মো. মোয়াজ্জেম হোসেন শিশু দুটির নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিন ভাইয়ের মধ্যে তাফসান ছোট ও এক ভাই তিন বোনের মধ্যে লামিম মেজ।দুই ভাই বোনের এ মৃত্যুতে পরিবার ও এলাকাতে শোক বইছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়