কল্যাণ বড়ুয়া. বাঁশখালী( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের গৃহবধু মিনু আক্তার হত্যা মামলার মূল আসামি তার স্বামী ফরিদুল আলমকে খানখানাবাদের নিজ বাড়ি এলাকা থেকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় প্রতিবাদী জনতা।
জনতার গণধোলাইতে অসুস্থ হয়ে পড়লে বাঁশখালী থানা পুলিশ বাঁশখালীতে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায়। মঙ্গলবার ( ১৫ এপ্রিল) দুপুরে স্থানীয় বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশা এলাকা থেকে স্থানীয় জনতা আটক করে পুলিশকে সোপর্দ করেছে।
বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালী থানার এসআই কামরুল হাসান কায়কোবাদ। উল্লেখ্য ১১ এপ্রিল ভোর সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের পশ্চিম ইলশায় শ্বশুড় বাড়িতে থাকা মিনু আক্তারকে ছুরিকাঘাতে পালিয়ে যায় স্বামী ফরিদুল আলম। পরে অতিরিক্ত রক্ত ক্ষরণে মৃত্যুবরণ করে তিন সন্তানের জননী মিনু আক্তার । এ ঘটনায় নিহত মিনুর ভাই নাছির উদ্দিন বাদী হয়ে নিহতের স্বামী ফরিদুল আলমকে আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর থেকে ফরিদুল আলম নিখোঁজ থেকে গতকাল মঙ্গলবার হঠাৎ সে নিজ বাড়ি এলাকা খানখানাবাদ আসলে জনতা তাকে পিটুনি দেয় পরে পুলিশের হাতে তুলে দেয় তাকে।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ( ওসি) সাইফুল ইসলাম বলেন,, মিনু আক্তার হত্যা মামলার আসামি ফরিদুল আলমকে স্থানীয় জনতা আটক করে পুলিশকে সোপর্দ করে।বর্তমানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে । সে সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করে কি কারনে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং হত্যাকাণ্ডের সাথে আর কেউ জড়িত আছে কিনা এ বিষয়ে জানা যাবে বলে তিনি জানান।