শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৫, ০১:০১ দুপুর
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তিনজন গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর চারঘাট উপজেলার রায়পুর গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে চারঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মোঃ মেহেদী হাসান মুন্না (২৮), পিতা: মোঃ আবুল কালাম আজাদ, গ্রাম: রায়পুর (মোল্লাপাড়া), চারঘাট, রাজশাহী। মোঃ মামুনুর রশিদ (৩৫), পিতা: মোঃ মুনছুর আলী, গ্রাম: রায়পুর (মহাজনপাড়া), চারঘাট, রাজশাহী। মোঃ হৃদয় (২৪), পিতা: মোঃ জামরুল ইসলাম, গ্রাম: রায়পুর, চারঘাট, রাজশাহী।

চারঘাট থানার একটি টিম ১৩ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে ফরিদপুর মোড় ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রায়পুর গ্রামের মোঃ আব্দুল কুদ্দুসের বাড়িতে কিছু ব্যক্তি অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।

পরে রাত পৌনে ২টায় অভিযান চালিয়ে মোঃ মেহেদী হাসান মুন্নার পরিহিত জিন্স প্যান্টের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় তিনজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ৬টি মোবাইল ফোন জব্দ করা হয়।

এই ঘটনায় চারঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়