শিরোনাম
◈ সরকার কোনোভাবেই কাজ ছাড়া সময় পেতে পারে না: এনসিপি ◈ নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্য গ্রেফতার ◈ ‌‘এই নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোত্তম এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একটি মাইলফলক, ◈ কা‌র্ডিফ সি‌টির বিরু‌দ্ধে হামজা চৌধুরীর শেফিল্ডের দুর্দান্ত জয় ◈ পা‌কিস্তান ক্রিকেট লি‌গে  সর্বোচ্চ উইকেটের ইতিহাস গড়লেন হাসান আলি ◈ গণতান্ত্রিক সংগ্রামের মাধ্যমে অর্জিত বিজয়কে ভূলন্ঠিত করা হয়েছে : অধ্যাপক আলী রীয়াজ  ◈ ‘আ.লীগের মিছিলের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা পেলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা’ (ভিডিও) ◈ ‘রাইজ ইন রেড’ কর্মসূচি নিয়ে আবারও রাস্তায় পলিটেকনিক শিক্ষার্থীরা ◈ ‘করোনাভাইরাস চীনের ল্যাবে তৈরি’ বলছে হোয়াইট হাউসের নতুন ওয়েবসাইট  ◈ বাংলাদেশ থেকে চলতি বছর হজে যাবেন ৮৭ হাজার জন, নেওয়া হচ্ছে যেসব ব্যবস্থা

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০২:০৬ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে বর্ণিল আয়োজনে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা

জিললুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজের নেতৃত্বে শোভাযাত্রাটি আদমদীঘির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। 

পরে সেখানে পান্তা খাওয়ার আয়োজন এবং নববর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য মঞ্চায়িত হয়। শোভাযাত্রায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি, পালকি, মাছ, বাঘ, লাঙল, মাছ ধরার পলি, তাল পাখা, মাটির তৈরি বাসনসহ বিভিন্ন বর্ণের বেলুন ফেস্টুন ও মাথাল শোভাযাত্রাকে বর্ণিল করে তোলে। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সান্তাহার প্রেসক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এ দিকে সান্তাহার পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পৌর যুবদল কার্যলয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ
করে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়