শিরোনাম
◈ জিম্মিদের ছেড়ে দিতে চায় হামাস, যুদ্ধ সমাপ্তির জন্য পূর্ণাঙ্গ চুক্তির দাবি ◈ চট্টগ্রাম-নারায়ণগঞ্জ পাইপলাইনে জ্বালানি তেল পরিবহন শুরু মে-তে, সাশ্রয় হবে কোটি টাকা ◈ দূতাবাসের সীমাবদ্ধতা সত্ত্বেও প্রবাসীদের সেবা নিশ্চিতের নির্দেশ পররাষ্ট্র উপদেষ্টার ◈ রাজউকের সাবেক চেয়ারম্যানের স্ত্রী সহ দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ◈ ভারতে সংখ্যালঘু সুরক্ষা নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রত্যাখ্যান করল দিল্লি, পাল্টা দিল নজর ঘোরানোর অভিযোগ ◈ ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে নিহত ২, ট্রাম্প বললেন ‘বন্দুক নয়, মানুষ গুলি করে’ ◈ পাকিস্তানের খনিজ ভাণ্ডারে ট্রাম্প প্রশাসনের নজর, বিনিয়োগে বাধা নিরাপত্তা ও অবকাঠামো সংকট ◈ এবার চীনের সঙ্গে শুল্ক যুদ্ধ শেষের ইঙ্গিত ট্রাম্পের, টিকটক চুক্তি বিলম্বিত হতে পারে ◈ ভারত-বাংলাদেশ সম্পর্কে স্থিতিশীলতার ইঙ্গিত, পারস্পরিক স্বার্থে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার আহ্বান বিশেষজ্ঞের ◈ হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধের হুঁশিয়ারি

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৫, ০১:০৪ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

তপু সরকার হারুনঃ- শেরপুরের শ্রীবরদীতে ইমরান হাসান শাওন (৩০) নামে এক মাদকসেবীকে ৬ মাসের
বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৩ এপ্রিল রবিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক তার কার্যালয়ে ওই আদেশ দেন। একই সাথে তাকে ২ হাজার টাকা
অর্থদণ্ড প্রদান করা হয়। আটককৃত ইমরান হাসান শ্রীবরদী উত্তরবাজার এলাকার মফিজল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবী ইমরান হাসান শাওন সরকারি কলেজে বাউন্ডারি সংলগ্ন একটি
বাসায় চুরি করতে যায়। বাড়ির লোকজন গিয়ে দেখে বাসার গেইট ভিতর থেকে লাগানো। পরে বাউন্ডারির উপর দিয়ে বাড়ির ভেতরে তাকে দেখতে পেয়ে বাড়ির লোকজন ও স্থানীয়রা হাতেনাতে ধরে ফেলে। খরব পেয়ে পুলিশ মাদকসেবীকে সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে নিয়ে যায়। এসময় পুলিশ তার নিকট থেকে ইয়াবা ট্যাবলেট, গ্যাস লাইট, টাকাসহ মাদক সেবনের অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে।

পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৬ মাসের বিনাশ্রম
কারাদণ্ড প্রদান করেন। একইদিন সাজা পরোয়ানামূলে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হক দৈনিকযায়াযায়দিন কে জানান,
মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়