আজিজুল ইসলাম : যশোরের বাঘারপাড়া উপজেলায় চলন্ত ভ্যানে এক কিশোরীকে অজ্ঞান করে সর্বস্ব লুটের ঘটনা ঘটেছে। রবিবার (১৩ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। সুমাইয়া (১৭) নামের ওই কিশোরী বর্তমানে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সুমাইয়া বাবার বাড়ি খাজুরা থেকে শ্বশুরবাড়ি মাগুরার উদ্দেশে মোটরচালিত ভ্যানে রওনা দেন। পথে বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালি কেশবপুর নামক স্থানে দুর্বৃত্তরা তাকে অজ্ঞান করে। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন, নগদ ১২ হাজার টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবার জানায়, সুমাইয়ার মোবাইল ফোনের মূল্য ৩০ হাজার টাকা। ঘটনার পর এক পথচারী ভ্যানচালক তাকে বাড়িতে পৌঁছে দেন। পরে স্বজনরা তাকে যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।