শিরোনাম
◈ ঢাকায় ‘র’ এর স্টেশন চীফ কে, জানালেন সাংবাদিক জুলকারনাইন ◈ আয়তন বাড়ছে বাংলাদেশের: গত ৩৬ বছরে শুধু সন্দ্বীপের আশপাশে ভূমি বেড়েছে ৪৭৫ বর্গকিলোমিটার ◈ আগামী ঈদের আগেই রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে কাজ করছে সরকার : জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ◈ আশুগঞ্জের ‍তরুণ রাশিয়ার হয়ে যুদ্ধে, খবর এলো মৃত্যুর ◈ ৬ মাসের শিশু রিকশা উল্টে নালায় পড়ে নিখোঁজ ◈ অনার্স পড়ুয়া ভাগ্নের প্রেমে পালালেন মামি, সন্তান ও স্বর্ণালঙ্কারসহ উধাও ◈ যুক্তরাষ্ট্রে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল, এআই নিরীক্ষায় ভারতীয় ও বাংলাদেশিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ◈ শনিবার থেকে গুলশানে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল ◈ আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করতে হবে: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ◈ কক্সবাজার-মহেশখালী নৌ রুটে সী ট্রাক চালু: পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:০৪ রাত
আপডেট : ১৮ এপ্রিল, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় দুই চিকিৎসককে লাঞ্ছিতের প্রতিবাদে স্টাফদের কর্মবিরতি

ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি : ভোলায় দুই চিকিৎসককে লাঞ্ছিত করার প্রতিবাদে  সকাল থেকে কর্মবিরতি পালন করে তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান কে অবরুদ্ধ করে রেখেছে স্টাফরা। রোববার সকাল থেকে  এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মবিরতি ও অবরুদ্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ ভর্তি থাকা ও আগত রোগীরা।

কর্মবিরতি পালনে নেতৃত্ব দেওয়া ওয়ার্ড মাষ্টার হোসেন রাব্বি বলেন, একজন রোগীর মৃত্যুর ঘটনা নিয়ে গত শুক্রবার ডাক্তার নাইমুল হাসানকে লাঞ্ছিত করা হয়েছে এবং গতরাতে আলেফা খাতুন (৬৫) নামের আরেক রোগীর মৃত্যু হওয়ার পর ও স্বজনরা ডাক্তার এফরান মাহমুদ কে লাঞ্ছিত করা হয়েছে।

এ ভাবে চলতে থাকলে আমরা কি ভাবে সেবা দিবো?  আমাদের নিরাপত্তার অভাব হলে সেবা দিতে পারবো না। তাই আমরা সকাল থেকে কর্মবিরতি দিয়েছি এবং তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান ও সিভিল সার্জন কে অবরুদ্ধ করে রেখেছি। আমাদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কর্মবিরতি পালন করবো।

মুমূর্ষু অবস্থায় অনেক রোগীরা জরুরী বিভাগ থেকে ফেরত যেতেও দেখা গেছে। হাসনুর নামের এক রোগীর স্বজন বলেন, এমনেই সেবা নাই, টাকা ছাড়া কিছু হয় না তারপর আবার এ কর্মবিরতি, ভোলায় বাড়ি হয়ে পাপ করেছি। ভোলা বাড়ি না হলে তো রোগী নিয়ে এখানে এসে এ বিপদে পড়তাম না।

রাজাপুর থেকে আসা রোগীর স্বজন সজিব বলেন, ভোলায় এমন কোন নেতা নেই চিকিৎসা সেবা নিশ্চিত করবে। হাসপাতালে এমনেই রোগীরা এসে অবহেলায় থাকে আবার কিছু থেকে কিছু হলে তারা সেবা বন্ধ করে দেয়।

এ বিষয়ে ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার রুমের সামনে দাঁড়িয়ে থাকা ওয়ার্ড মাষ্টার হোসেন রাব্বি সাংবাদিকদের প্রবেশে বাঁধা দেওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

তবে অবরুদ্ধ হওয়া তত্ত্বাবধায়ক শেখ সুফিয়ান এর রুম থেকে বের হয়ে সিভিল সার্জন ডাক্তার মুনিরুল ইসলাম বলেন, আমরা আলোচনা করছি, দ্রুতই এ বিষয়ে সমাধান হবে এবং চিকিৎসা সেবা যাতে ব্যহত না হয় সে বিষয় দেখতেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়