শিরোনাম
◈ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার’ চালানো হচ্ছে আমার বিরুদ্ধে: টিউলিপ ◈ গ্যাসের মূল্যবৃদ্ধি: ঝুঁকিতে নতুন বিনিয়োগ? ◈ ড্রোন শোতে ওয়াসিমের ছবি না থাকায় দুঃখ প্রকাশ করলেন ফারুকী ◈ ৭ বাংলাদেশির ইউরোপের ভিসা পেতে ভারতে গিয়ে যে পরিণতি হলো ◈ সংঘর্ষের ঘটনায় কুয়েটের ৩৭ শিক্ষার্থী বহিষ্কার, হল খুলবে ২ মে ◈ রাজধানীতে ড্রোন শো, ফুটে উঠল জুলাই অভ্যুত্থানের চিত্র (ভিডিও) ◈ আরব আমিরাতে বহুতল ভবনে আগুন, লাফিয়ে পড়ে ৫ জনের মৃত্যু ◈ টেন্ডার পেয়েছেন ছাত্র আন্দোলনের নেতা, জিলাপি খেতে চাইলেন ওসি, অডিও ভাইরাল ◈ চাকরির প্রলোভনে রাশিয়া, শেষে যুদ্ধের ময়দান: দেশে ফেরাতে ডজনখানেক পরিবারের আবেদন মস্কো দূতাবাসে ◈ কালবৈশাখী ঝড়ে পটুয়াখালীর দুমকীতে বিধ্বস্ত শতাধিক ঘরবাড়ি, আহত ২

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০৪:৩৮ দুপুর
আপডেট : ১৪ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নরসিংদীর ঘোড়াশালে ২ ভাইকে হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

মাহবুব সৈয়দ,পলাশ(নরসিংদী)প্রতিনিধি : নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ঈদের দিন দুই ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার ঘটনায় আত্মগোপনে থাকা পলাতক তিন আসামিকে রাজবাড়ী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-১১ এর সিপিএসসি নরসিংদী ক্যাম্প এবং র‍্যাব-১০ এর ফরিদপুর ইউনিটের যৌথ অভিযানে শনিবার দিবাগত রাতে রাজবাড়ী সদর থানার শানদিআরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-ভাগদী গ্রামের লাল মিয়ার ছেলে বাদল মিয়া(৪৫) ও সিফাত (২০)এবং আমীর আলীর ছেলে ওয়াহেদ আলী (৬০) আজ রবিবার সকালে এ তথ্য জানায় র‌্যাব ১১ নরসিংদী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। র‍্যাব ১১ নরসিংদী জানায়, ৩১ মার্চ ভোরে নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার ভাগদী গ্রামে চোর সন্দেহে একজনকে মারধর করে উক্ত আসামীরা । সন্ধ্যা ৭টার দিকে এর প্রতিবাদ জানাতে পাশের গ্রামের করতেতৈলের রাকিব, তার পিতা আশ্রাব উদ্দিন ও ছোট ভাই শাকিবসহ স্থানীয় গণ্যমান্য লোকজন নিয়ে ঘটনাস্থলে গেলে এজাহারনামীয় আসামীসহ ১০/১২ জন আসামী পূর্ব পরিকল্পিতভাবে চাইনিজ কুড়াল, হকস্টিক, লোহার রড, ছেনি, লোহার চেইন বল্লমসহ দেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর অতর্কিত হামলা করে। 

হামলায় রাকিবের কোমরে বল্লমের আঘাতে এবং শাকিবকে ধারালো চাপাতি দিয়ে মাথায় এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত গুরুতর জখম করে।পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত ডাক্তার শাকিবকে মৃত ঘোষণা করেন এবং রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যায়। হত্যা মামলা রুজু হওয়ার পর আসামীরা আত্মগোপনে ছিল। গ্রেপ্তারকৃত আসামীদেরকে পলাশ থানার অফিসার ইনচার্জের নিকট আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানায় র‍্যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়