শিরোনাম
◈ দেশের রিজার্ভ বেড়ে ২৬ দশমিক ৫১ বিলিয়ন ডলার ◈ আরও ৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন ◈ স্বাধীনতার পর এবারই প্রথম আগের বছরের তুলনায় নতুন বাজেটের আকার ছোট হচ্ছে ◈ স্কটল্যান্ডকে হারিয়ে নারী বিশ্বকা‌পের মূলপর্বের দ্বারপ্রা‌ন্তে বাংলাদেশ ◈ আমরা খেলেছি গাজার জন্য, আন্ডারডগ হ‌য়েও চ্যাম্পিয়ন ফিলিস্তিনের মেয়েরা ◈ কলকাতাকে হারিয়ে আইপিএলে নতুন ইতিহাস পাঞ্জাবের ◈ ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকে বসছে ঢাকা-ইসলামাবাদ ◈ আমাদের পূর্ণ গতিতে এগোতে হবে: প্রধান উপদেষ্টা ◈ বজ্রপাতে নেত্রকোনায় তিনজন নিহত ◈ বাংলাদেশে ফের পূর্ণ সক্ষমতায় আদানির  দুই ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ০১:৩৪ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে ধর্ষনে ব্যর্থ হয়ে অন্ত:সত্ত্বা নারীকে মারধরের অভিযোগ

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর মহিপুরে ধর্ষনে ব্যর্থ হয়ে চার সন্তানের জননী অন্ত:সত্ত্বা এক নারীকে (৩০) মারধর করেছেন প্রতিবেশি সেলিম খাঁ (৩৫) নামের এক যুবক। এ সময় ওই নারীকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানসহ ডান চোখ মারাত্মক জখম করা হয়। বর্তমানে ওই নারী শরীরের যন্ত্রনা নিয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। ভুক্তভোগী নারী জানান, বিপিনপুর গ্রামে তিনি স্বামী সন্তানসহ বসবাস করেন। তাঁর স্বামী একটি মামলায় দুই মাস যাবৎ জেল হাজতে রয়েছেন। চার সন্তানকে নিয়ে তিনি মৎস্য শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার স্বামী জেলে যাওয়ার পর থেকেই প্রতিবেশী সেলিম খাঁ তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলো। 

গত শুক্রবার দুপুরে সেলিম তাকে ধর্ষনের উদ্দেশ্যে তাদের ঘরে প্রবেশ করে। এ সময় সে বাঁধা দিলে তাকে বেধড়ক মারধর করে সেলিম। তাৎক্ষণিক প্রতিবেশিরা এগিয়ে আসলে সে দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা অজ্ঞান অবস্থায় ওই নারীকে কলাপাড়া হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান। হামলার শিকার নারীর মা ফাতেমা বেগম জানান,তার মেয়ে চার মাসের অন্ত:সত্তা। স্বামী জেলে থাকায় সে মৎস্য শ্রমিকা হিসেবে কাজ করে খায়। সেলিম বিভিন্ন সময় তাঁকে জ্বালাতন করতো। তিনি সেলিমের কঠোর শাস্তি দাবী করেন। মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়