শিরোনাম
◈ বৈশাখের দিনে রাজধানীতে দিনভর যত আয়োজন ◈ আলা‌ভে‌সের বিরু‌দ্ধে রিয়াল মা‌দ্রিদের কষ্টার্জিত জয়, লাল কার্ড এমবাপ্পের ◈ বাংলাদেশকে ১০০০ শয্যার হাসপাতাল উপহার দেবে চীন: স্বাস্থ্য উপদেষ্টা ◈ রেকর্ড গড়ার একদিন পরই কমলো স্বর্ণের দাম ◈ ডোনাল্ড ট্রাম্প কি মানসিকভাবে সুস্থ, যা জানালেন চিকিৎসক ◈ বাবা-ছেলেকে সালিসে না আসায় বাড়িতে গিয়ে পিটিয়ে হত্যা ◈ ১৮ হাজার পুলিশ থাকবে আনন্দ শোভাযাত্রার নিরাপত্তায়, সার্বক্ষণিক মনিটরিং চলবে ড্রোন দিয়ে ◈ যাত্রাবাড়ীতে ১৫১ বোতল বিদেশি মদ ও ট্রাকসহ এক মাদক কারবারি গ্রেফতার ◈ মডেল-অভিনেত্রী মেঘনার বাবা সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে মেয়ের সম্পর্ক ও বাগদান নিয়ে যা বললেন ◈ শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী যুদ্ধজাহাজের চট্টগ্রাম বন্দরে

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে পোর্ট থানার পাশেই বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

আইরিন হক, বেনাপোল: যশোরের বেনাপোলে পোর্ট থানার পাশেই সাঈদ হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত দুই দিনের মধ্যে যেকোনো এক সময়ে, বাড়িতে কেউ না থাকার সুযোগে চিহ্নিত একটি চোরচক্র বাড়ির তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং মূল্যবান গৃহস্থালি সামগ্রী নিয়ে যায়।

ঘটনার পর গতকাল বাড়ির মালিক মৌখিকভাবে থানায় অভিযোগ করলে পুলিশ তৎপর হয়ে চোরদের শনাক্ত করে এবং চুরি হওয়া মালামালের একটি অংশ উদ্ধার করে। তবে লিখিত অভিযোগ না থাকায় চোরদের আটক করে পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার সহকারী পরিদর্শক জাহিদুল ইসলাম জাহিদ জানান, "লিখিত অভিযোগ না থাকায় চোরদের বিরুদ্ধে মামলা নেওয়া সম্ভব হয়নি। তবে কিছু চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়েছে।"

এদিকে, থানার মাত্র ৫০ গজের মধ্যে একটি বাড়িতে এমন চুরির ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক সাঈদ হোসেন জানান, "চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের অধিকাংশই পাশের ভবারবেড় গ্রামের চিহ্নিত অপরাধী। এর আগেও বেনাপোল বন্দর এলাকায় একাধিক বাড়িতে চুরি ও ডাকাতির ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে না পারায় অপরাধ বেড়েই চলেছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়