শিরোনাম
◈ আফগান নারীদের ক্রিকেটে ফেরাতে আইসিসি, বি‌সি‌সিআই, ই‌সি‌বি ও সিএ আ‌র্থিক সহায়তা দি‌বে ◈ উচ্চ বেতনের প্রলোভনে নারীদের পাচার: ঢাকায় সক্রিয় নারী পাচারকারী চক্রের ভয়ংকর সিন্ডিকেট ◈ চীনের পণ্যে ২৪৫% শুল্ক, ৩০ দূতাবাস বন্ধের ভাবনা—ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘিরে উত্তেজনা ◈ আওয়ামী লীগে সাকিবের যোগদান ‘নৈতিক বিপর্যয়’ ও ‘ব্যক্তিগত লোভের প্রতিফলন’ : প্রেস সচিব শফিকুল আলম ◈ অন্তর্বর্তী সরকারের লম্বা সময় ক্ষমতায় থাকা কি সম্ভব? ◈ ইতিহাস মোছা যাবে না, মুজিবনগর সরকারের নাম থাকবে আগের মতোই: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ◈ ‘কাফির’-এ ধর্ষণের দৃশ্যের পর বমি করেছিলেন দিয়া মির্জা, জানালেন মানসিক ধাক্কার কথা ◈ ড. ইউনূস নিয়ে যা লিখেছেন হিলারি ক্লিনটন ◈ ফ্রিজ করা অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলনের সুযোগ দেওয়ায় প্রিমিয়ার ব্যাংকে কোটি টাকার জরিমানা ◈ বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্র সচিব বৈঠক, কীভাবে সম্পর্ক এগিয়ে নিতে চায় দুই দেশ?

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১০:০৫ রাত
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৌরনদীতে ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় ভাসুর নিহত

শামীম মীর গৌরনদী প্রতিনিধি : গৌরনদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে ছোট ভাইয়ের স্ত্রীর হামলায় ভাসুর নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার(১২ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে। নিহত দেলোয়ার হোসেন ফকির (৬৫) ওই গ্রামের মৃত সোহরাফ হোসেন ফকিরের ছেলে।

নিহতের ছেলে ফয়সাল ফকির জানিয়েছে, জমিজমা নিয়ে বিরোধের জেরধরে তার ছোট চাচা জাহাঙ্গীর হোসেন ফকিরের সাথে তার বাবা দেলোয়ার হোসেনের বাগবিতন্ডা হয়। এসময় তার ছোট কাকি (জাহাঙ্গীরের স্ত্রী) সাথী বেগমের হামলায় ঘটনাস্থলেই তার বাবা দেলোয়ার ফকির নিহত হয়েছেন। গৌরনদী মডেল থানার এসআই ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। হামলার অভিযোগ অস্বীকার করে জাহাঙ্গীর হোসেন ফকির বলেন, বাগবিতন্ডার একপর্যায়ে অসুস্থ হয়ে দেলোয়ার হোসেন মৃত্যুবরন করেছেন। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, দেলোয়ার হোসেন ফকিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। আগামীকাল রবিবার সকালে মরদেহ মর্গে প্রেরণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়