শিরোনাম
◈ মহিষ লুট মামলায় সাবেক চেয়ারম্যানসহ বিএনপি'র  ১১ নেতাকর্মী কারাগারে ◈ পদ্মা ব্যাংকের ৫ কোটি টাকা আত্মসাৎ, নাফিজসহ চারজনের বিরুদ্ধে মামলা ◈ ১০ অর্থনৈতিক অঞ্চল গভর্নিং বডির সিদ্ধান্তে বাতিল: বিডা চেয়ারম্যান ◈ বিনিয়োগ বান্ধব ও সময়োপযোগী বাজেটের প্রত্যাশা ব্যবসায়ীদের ◈ বাংলাদেশ-ভুটান-ভারত-নেপাল যান চলাচল প্রটোকলের খসড়া চূড়ান্ত: রিপোর্ট ◈ আকাশ ছোঁয়া দামেও মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ ◈ সারাদেশে একই সময় জুমার নামাজ আদায়ের আহ্বান ◈ ইভ্যালির রাসেল ও শামীমার তিন বছরের কারাদণ্ড ◈ নতুন শিল্পে প্রতি ঘনমিটারে গুনতে হবে ৪০ টাকার বাড়তি গ্যাস বিল ◈ পিএসএল থেকে ফিরে হতাশ লিটন দা‌সের হতাশা প্রকাশ, পিএসএল থে‌কে পাওয়ার চে‌য়ে হারালাম বে‌শি

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৫, ১০:০৪ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ছিনতাইকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা

সনত চক্র বর্ত্তী, ফরিদপুর  : ফরিদপুরে অভিনব কায়দায় পিকআপে ছিনতাই করার সময় ছিনতাইকারীকে ধরে পিটুনি দিয়ে ছিনতাইকারীকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। শনিবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার কানাইপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বরিশালে শবজি নামিয়ে দিয়ে পিকআপ নিয়ে চুয়াডাঙ্গায় ফিরছিলেন চালক আনারুল।পথিমধ্যে ঢাকা-খুলনামহাসড়কের সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকা থেকে একটি মোটরসাইকেল তার পিছু নেয়। 

কানাইপুর বাজার এলাকায় পৌঁছা মাত্রই পিকআপের সামনে মোটরসাইকেল দিয়ে বেরিকেড দিয়ে আটকে দেয় মোটরসাইকেলে থাকা দুই ব্যাক্তি চালককে বলে তুমি মানুষ মেরে ফেলেছো, তোমার কাছে টাকা, মোবাইল যা আছে দিয়ে দাও। পুলিশকে জানালে ঝামেলা হবে বলতে বলতে চালকের কাছে থাকা নগদ সাড়ে ৬ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়। 

চালকের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রাজ্জাক নামের এক ছিনতাইকারীকে আটক করে, অন্যজন পালিয়ে যায়। আটককৃত ছিনতাইকারীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। আটক ছিনতাইকারী রাজ্জাক শেখের বাড়ি কানাইপুর এলাকায়।

ফরিদপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এস আই) মুজাহিদুর রহমান জানান, ছিনতাই করার সময় এক ব্যাক্তিকে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা ছিনতাইকারীকে আমাদের কাছে সোপর্দ করে। তাকে থানায় আনা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়